কঠিন চীবর দানের পবিত্র কাপড়ে আগুন, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বৌদ্ধ মন্দিরে শতাব্দী প্রাচীন পবিত্র বোধিবৃক্ষের সঙ্গে বাঁধা কঠিন চীবর দানের পবিত্র কাপড়ে আগুন দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরের দিকে বোয়ালখালীর গলাক্কানুন বাজারের কাছে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জয়স্থপুরা মহাবোধি বিহারে কাপড়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
মন্দিরের দায়ের করা মামলায় গ্রেপ্তার তরুণের নাম আব্দুর রহিম (২৮)। তিনি একই ইউনিয়নের সন্দ্বীপ পাড়ার বাসিন্দা।
ওসি মো. লুৎফুর রহমান বলেন, 'প্রাচীন বোধিবৃক্ষের গায়ে বাঁধা কঠিন চীবর দানের কাপড় এবং মন্দিরের ভেতরে থাকা প্রায় এক ফুট কাপড়ে আগুন দেওয়া হয়।'
তিনি বলেন, 'স্থানীয়দের পাশাপাশি মন্দিরের কর্মীরা ওই তরুণকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
ওসি বলেন, 'তার বক্তব্যে কোনো সামঞ্জস্য নেই। তিনি স্বভাবতই অস্থির ও অপ্রকৃতিস্থ মানুষ। এখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
Comments