বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবি উদীচীর

বাউল শিল্পী আবুল সরকার। ছবি: সংগৃহীত

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলছে, এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন সংগঠনের পক্ষে আবুল সরকারের মুক্তির দাবি জানান।

দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে সংগঠনটি জানায়, পালাগানে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে বাউল শিল্পী আবুল সরকার ওরফে ছোট আবুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়।

উদীচী জানায়, বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়—এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।

বাউল আবুল সরকারকে কণ্ঠশিল্পীর পাশাপাশি একজন সাধক হিসেবে উল্লেক করা হয় বিবৃতিতে। বলা হয়, তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়—এটি অন্ধকারের জয়োৎসব।

 

 

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago