ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কৃত

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চতুর্থবর্ষের শিক্ষার্থী মো. রাসেল শেখকে আজীবনের জন্য এবং তৃতীয়বর্ষের শিক্ষার্থী তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের জুনে ওই দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। জুলাই মাসে একদল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে।

'গত ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭তম সভায় কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়,' বলেন অধ্যাপক সাদাত।

তিনি আরও বলেন, 'সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা একাডেমিক কাউন্সিলে আপিল করার সুযোগ পাবে।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

1h ago