যমুনার ডিজেলের হিসাব গরমিল: শেষ হয়নি তদন্ত, ফতুল্লায় নতুন ৩ কর্মকর্তাকে পদায়ন

যমুনা অয়েলের ফতুল্লা ডিপোতে ডিজেলের হিসাব গরমিলের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের রদবদল শুরু হয়েছে। এরই মধ্যে নতুন তিনজন কর্মকর্তাকে পদায়ন করেছে কর্তৃপক্ষ। তবে তিনটি তদন্ত কমিটি এখনও তাদের প্রতিবেদন জমা দেয়নি।
সম্প্রতি ফতুল্লা ডিপোতে পৌনে তিন লাখ লিটার ডিজেলের হিসাব মিলাতে পারেনি কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ডিজেল গায়েব হয়েছে।
এই ঘটনার তদন্তে যমুনা অয়েল এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও জ্বালানি মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এখনো তদন্ত চলছে। দু-একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
যমুনা অয়েলের কর্মকর্তারা জানান, গত বুধবার কর্তৃপক্ষ ফতুল্লা ডিপোতে নতুন তিনজন কর্মকর্তাকে পদায়ন করেছে।
ঝালকাঠি ডিপো থেকে ডেপুটি ম্যানেজার (অপারেশন) জি. এম. হারুন অর রশীদ, রংপুর থেকে সেলস অফিসার হৃদয় মো. আতিকুর রহমান ও পার্বতীপুর থেকে জুনিয়র অফিসার হেদায়েতুর রহমানকে ফতুল্লায় বদলি করে আনা হয়েছে। নতুন কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত-ই-ইলাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফতুল্লা ডিপোতে কয়েকটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফতুল্লা ডিপোতে লোকবল কম ছিল, তাই সেখানে আরো লোকবল বাড়ানোর পরিকল্পনা আছে।'
Comments