ইসরায়েলের জয় কামনা সুনাকের, হামাসকে নব্য নাৎসি বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে সংগৃহীত

হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফর করে দেশটির প্রতি সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে সুনাক বলেন, 'বন্ধু হিসেবে ইসরায়েলের সবচেয়ে অন্ধকার সময়ে আপনার পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।'

'আমরা সংহতি জানিয়ে আপনার পাশে থাকব, আপনার জনগণের পাশে থাকব এবং আমরাও চাই আপনি জয়ী হোন', বলেন তিনি।

সুনাক বলেন, 'গাজার হাসপাতালে বিস্ফারণের দৃশ্য দেখে আমরা হতবাক হয়েছি এবং সর্বত্র বেসামরিকদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি।'

গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'ফিলিস্তিনের বেসামরিক মানুষও হামাসের শিকার।'

'যুক্তরাজ্য এই অঞ্চলে সহায়তা বাড়াবে এবং যত দ্রুত সম্ভব এখানকার মানুষের জন্য আরও সমর্থন পাওয়ার চেষ্টা করবে', যোগ করেন তিনি।

একইসময়ে ফিলিস্তিনি সংগঠন হামাসকে 'নব্য নাৎসি' হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সুনাককে উদ্দেশ করে তিনি বলেন, 'ব্রিটিশরা ৮০ বছর আগে নাৎসিদের সঙ্গে যুদ্ধ করেছিল। হামাস হলো নব্য নাৎসি।'

নেতানিয়াহু আরও বলেন, 'এটি কেবল ইসরায়েলের যুদ্ধ নয় বরং সভ্য ও মুক্ত বিশ্ব এবং আধুনিক আরব দেশগুলোর লড়াই।'

'অপর পক্ষ হলো শয়তানের অক্ষশক্তি, যার মধ্যে আছে হামাস, হিজবুল্লাহ এবং ইরান', যোগ করেন তিনি।

ইসরায়েল সফর শেষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করতে ঋষি সুনাক আজই সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।  

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

A 20-year-old youth was killed in a crude bomb explosion during a clash between two groups at Mohammadpur Geneva Camp in Dhaka early today

6m ago