গাজার সবচেয়ে বড় শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫০, আহত ১৫০

জাবালিয়া ক্যাম্পে হামলা পরবর্তী দৃশ্য। ছবি: রয়টার্স
জাবালিয়া ক্যাম্পে হামলা পরবর্তী দৃশ্য। ছবি: রয়টার্স

গাজার উত্তরাঞ্চলে সবচেয়ে ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থীশিবিরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলায় বড় আকারে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অঞ্চলটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

অপর দিকে ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হামাসের কমান্ডার ইবরাহিম বিয়ারি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেকট দাবি করেন, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের হামলার অন্যতম নেতা ছিলেন ইবরাহিম।

জাবালিয়া ক্যাম্পে হামলার পর পাথরে চাপা পড়ে থাকা শিশুকে উদ্ধার করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স
জাবালিয়া ক্যাম্পে হামলার পর পাথরে চাপা পড়ে থাকা শিশুকে উদ্ধার করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

তবে গাজার সবচেয়ে বড় এই শরণার্থীশিবিরে তাদের কোনো নেতার উপস্থিতি অস্বীকার করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম জানান, 'জাবালিয়া ক্যাম্পে নিরাপদ অবস্থানে থাকা বেসামরিক ব্যক্তি, শিশু ও নারীদের বিরুদ্ধে নিন্দনীয় হামলাকে' গ্রহণযোগ্য করতে ইসরায়েল এ ধরনের দাবি জানাচ্ছে।

" layout="left"]

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্থায়ী পর্যবেক্ষক ও রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এ হামলাকে অপরাধ দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জাবালিয়া শিবিরের ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। 'শত শত' আহত ও নিহত মানুষকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের পরিচালক ড. আতেফ আল-কাহলুত সিএনএনকে জানান, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ড. মোহাম্মাদ আল রান জানান, হাসপাতালের দৃশ্য 'অবর্ণনীয়'। 'শত শত পুড়ে যাওয়া মরদেহ ও আহত রোগীকে হাসপাতালের মেঝে, করিডর ও রিসেপশনের সামনে রাখা হয়েছে', বলেন তিনি।   

জাবালিয়া ক্যাম্পে হামলায় নিহতদের লাশ হাসপাতালের সামনে এনে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
জাবালিয়া ক্যাম্পে হামলায় নিহতদের লাশ হাসপাতালের সামনে এনে রাখা হয়েছে। ছবি: রয়টার্স

ইসরায়েলের এই হামলায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে। চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের সংগঠন নার্সেস-ডক্টরস উইদাউট বরডার্স জানিয়েছে, তারা জাবালিয়া হামলার ঘটনায় 'আতংকিত'।

জর্ডানের রাজা মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে যুদ্ধবিরতির বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বলিভিয়া জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। কারণ হিসেবে 'ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অমানবিক অপরাধ' এর কথা উল্লেখ করে দেশটি। ইতোমধ্যে চিলি ও কলম্বিয়া ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

চলতি সপ্তাহ শেষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারো ইসরায়েল যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

জাবালিয়া ক্যাম্পে হামলায় এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: রয়টার্স
জাবালিয়া ক্যাম্পে হামলায় এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: রয়টার্স

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৪৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ হাজার। নিহতদের ৭৩ শতাংশই নারী, শিশু ও বয়োবৃদ্ধ।

স্থল হামলা চালিয়ে মঙ্গলবার উত্তর গাজায় ৫০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

 

Comments

The Daily Star  | English
mango export from Bangladesh to China

Bangladesh all set to ship mango to China for first time

The first shipment will be sent tomorrow, and a second will follow if China is satisfied

1h ago