অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় এসে পৌঁছালেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি প্রতিষ্ঠার ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের অনেকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছেন বলে জানা গেছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।
মুক্ত হয়ে ফিরে আসা ফিলিস্তিনিদের স্বাগত জানাতে অনেক মানুষ জমায়েত হন। এএফপির সংবাদদাতা জানান, এ সময় উপস্থিত ফিলিস্তিনিদের অনেকেই 'আল্লাহু আকবর' বলে রব তোলেন।
অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলোকে ছেড়ে যেতে দেখেন এএফপির সাংবাদিক।
কারাগার কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহান্তজুড়ে তারা ওফারসহ মোট দুইটি কারাগার থেকে চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া বন্দীদের প্রস্তুত করেছে।
চুক্তির আওতায় মোট দুই হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।
হামাস সাত জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা জানা যায়নি।
এর আগে হামাসের হাতে জিম্মি থাকা ২০ জীবিত ইসরায়েলি মুক্তি পেয়েছেন। প্রথমে সাত জন মুক্তি পান। এর পর বাকি ১৩জন। রেড ক্রসের বাস তাদেরকে ইসরায়েলে পৌঁছে দেয়।
মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে কেউ তেমন গুরুতর অসুস্থ নন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
Comments