তাদের নেই কোনো জাতীয় পরিচয়পত্র, নেই কোনো মাছ ধরার কার্ড। সরকারের কোনো সহায়তা তারা পান না। তাদের সন্তানদের জন্য কোনো স্কুল নেই, অসুস্থদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।
মৌসুমি জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ছোট খাল ও নদীতে জাল ফেলছেন। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে তারা জাল গুটিয়ে সরু খাল দিয়ে পালিয়ে যান।
এবার তদারকি জোরদারে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
পরিবারগুলোর দাবি, তাদের স্বজনরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে বিএসএফের হাতে আটক হয়েছে এবং সেখানকার স্থানীয় খবরের ভিডিওতে তারা তাদের স্বজনদের দেখতে পেয়েছেন।
‘ঝড়ো হাওয়া আর সাগর উত্তাল থাকায় আগে আগে ফিরতে হচ্ছে। প্রতিবারই ক্ষতির মুখে পড়ছি। তারপরও জাল, জ্বালানি আর বরফ নিয়ে আবার প্রস্তুতি নিচ্ছি—হয়তো এবার ভাগ্য খুললেও খুলতে পারে।’
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পরীক্ষার ফলাফল ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটেনি বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন করে ফেলেছেন পটুয়াখালীর ও বরিশালের জেলেরা।
তাদের নেই কোনো জাতীয় পরিচয়পত্র, নেই কোনো মাছ ধরার কার্ড। সরকারের কোনো সহায়তা তারা পান না। তাদের সন্তানদের জন্য কোনো স্কুল নেই, অসুস্থদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।
মৌসুমি জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ছোট খাল ও নদীতে জাল ফেলছেন। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে তারা জাল গুটিয়ে সরু খাল দিয়ে পালিয়ে যান।
এবার তদারকি জোরদারে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
পরিবারগুলোর দাবি, তাদের স্বজনরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে বিএসএফের হাতে আটক হয়েছে এবং সেখানকার স্থানীয় খবরের ভিডিওতে তারা তাদের স্বজনদের দেখতে পেয়েছেন।
‘ঝড়ো হাওয়া আর সাগর উত্তাল থাকায় আগে আগে ফিরতে হচ্ছে। প্রতিবারই ক্ষতির মুখে পড়ছি। তারপরও জাল, জ্বালানি আর বরফ নিয়ে আবার প্রস্তুতি নিচ্ছি—হয়তো এবার ভাগ্য খুললেও খুলতে পারে।’
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পরীক্ষার ফলাফল ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটেনি বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন করে ফেলেছেন পটুয়াখালীর ও বরিশালের জেলেরা।
ধারদেনা করে কোনোমতে ঈদের আমেজ ধরে রাখার চেষ্টা করছেন তারা।
অটোরিকশা ও স্থানীয়ভাবে তৈরি যানবাহন নিয়ম ভেঙে মহাসড়কে ঢুকে পড়ায় গাড়ির গতি কমে যাচ্ছে।
গত ২০২০-২১ অর্থবছরে সাত লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হলেও চলতি বছরে ১০ লাখ ২৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে চিনা বাদামের চাষ।