সফলতা বলতে দেয় না মন খারাপের খবর!
সফলতা—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ঝলমলে আলো, তৃপ্ত মুখ, আর স্থিতিশীল জীবনের স্বপ্ন।
আমরা সবাই সেই আলো ছোঁয়ার দৌড়ে আছি—কেউ পদোন্নতির জন্য, কেউ স্বীকৃতির জন্য, কেউবা কেবল প্রমাণের জন্য যে 'আমি পারি'। প্রতিটি মানুষই জানে, সফলতার চূড়ায় আছে অর্থ, খ্যাতি, ক্ষমতা, মর্যাদা। একজন মানুষ যার বিশ্বজুড়ে নাম, কোটি মানুষের শ্রদ্ধা, অগণিত সম্পদ, আর এমন এক অবস্থান যেখানে সবাই তাকিয়ে থাকে বিস্ময়ে।
তবু দিনের শেষে ক্লান্ত শরীরটা বিছানায় পড়ে থাকলেও মস্তিষ্ক তখনও ছুটে চলে—কাজ, ভবিষ্যৎ, ক্যারিয়ার, ব্যর্থতার ভয়, তুলনার যন্ত্রণা—সবকিছু একসঙ্গে ঘুরে ফিরে আসে এক অদৃশ্য ঝড়ে। সেই নীরব ঝড়ে ভেতর থেকে ভেসে আসে এক প্রশ্ন, যা আমরা প্রায়ই চেপে রাখি—'এই দৌড়ে আমি কাকে হারাতে চাইছি—অন্যকে, নাকি নিজেকেই?'
পৃথিবী জানে—সে 'সফল'। সফল মানুষ কাঁদে না, দুর্বল হয় না, ভাঙে না—এটাই সাধারণ ধারণা। তাই চারপাশে যত মানুষই থাকুক, ভেতরে জমে থাকা ক্লান্তি, অস্থিরতা ও নিঃশব্দ দুঃখের কোনো হিসাব রাখে না কেউ। এই নিঃশব্দ ব্যথা বোঝে না পরিবার, বোঝে না বন্ধু, প্রিয়জন, চারপাশের গোটা জগতবাসী! সবাই কেবল বলে, 'দেখো, ও তো সব পেয়েছে।'
আমাদের সমাজে সফলতা পরিমাপ করা হয় একপাক্ষিক মানদণ্ডে—পদ, প্রভাব, ব্যাংক ব্যাল্যান্স। কেউ জিজ্ঞেস করে না—তুমি কি শান্তি অনুভব করছো? কেউ বোঝে না—যে মানুষ রাতের অন্ধকারে নিজের সঙ্গে লড়ছে, তার চোখে ঘুম নেই, মুখে হাসি হলেও ভেতরে ফাঁকা জায়গা। প্রায়শই জীবনের টানাপোড়নে তো বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়!
জটিলতার সঙ্গে লড়তে লড়তে এতটা অসহায় অনুভব হয়, তখন মনে হয় কে চেয়েছিল এমন সফলতা? এই একাকীত্ব ও পাথর-সমান দুশ্চিন্তার ভার শুধু বিখ্যাতদের নয়, আমাদের সবার জীবনেই আছে কমবেশি।
যে শিক্ষক প্রতিদিন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়, যে কর্মকর্তা নিয়ম মেনে কাজ করে, যে উদ্যোক্তা নতুন স্বপ্ন গড়ে—তাদেরও কখনো মনে হয় 'সবকিছু থাকলেও আমি ভালো নেই'। এই অব্যক্ত ক্লান্তি, অদৃশ্য চাপ ও মানসিক শূন্যতা আজকের সমাজের নীরব মহামারি।
সফলতা ও শান্তি একই সমীকরণ নয়। বিলিয়ন ডলারের মালিকও নীরব রাতে কষ্ট পায়, বড় পদে আসীন রাষ্ট্রনেতাও নিঃশব্দ এ যন্ত্রণায় বসবাস করে নীরবে, নিভৃতে। সাফল্যের চূড়ায় পৌঁছালেও দেখা যায়—উঁচুতে থাকা মানেই সবসময় সুখ নয়। আলোর মাঝেও মানুষ একা, হাসির ভেতরে চাপা কান্না।
তাহলে প্রশ্ন আসে—সফলতা আসলেই কি সুখ দেয়? আমরা কি এমন একটি মানদণ্ড তৈরি করেছি, যেখানে মানসিক শান্তি, পরিবার, সম্পর্ক, ভালোবাসা—সবই গৌণ হয়ে গেছে? অর্থ, পদ, খ্যাতি—সবই অর্জন করা যায়, কিন্তু শান্তি কীভাবে অর্জন করবেন?
সম্ভবত আসল সফলতা আসে সেই মানুষের কাছেই, যিনি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারেন, যিনি রাতে নিশ্চিন্তে ঘুমান, সকালে নিজের চোখে হাসি দেখেন, যিনি পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন এবং ভেতরের শান্তি অনুভব করেন।
সফলতা মানে সব আলো, সব করতালি নয়। সফলতার আসল মানে হলো, নিজের ভেতরে থাকা প্রশান্তি—যেখানে হাসি খোলামেলা, ঘুম নিশ্চিন্ত, সম্পর্ক সত্যিকারের।
সব অর্জনের মধ্যেও যদি শান্তি না থাকে, তাহলে সফলতা কেবল একটি আবরণ—ঝলমলে কিন্তু ফাঁকা। সব আলো নিভে গেলে, করতালি থেমে গেলে যে মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, 'আমি ভালো আছি—সত্যিকারের সফল সে-ই।
জুবাইয়া ঝুমা: পিআর প্রফেশনাল


Comments