চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব

Shakib Al Hasan
ফাইল ছবি: একুশ তাপাদার

শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তিনি তার এই সিদ্ধান্ত থেকে সামান্য সরে আসছেন বলা জানা গেছে। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে দলে অভিজ্ঞতা যোগ করতে চট্টগ্রামে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। সাকিব যদি পর্যাপ্ত ফিট থাকেন তাহলে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন বলে বিসিবির কর্মকর্তার সূত্রে জানা গেছে।

ওই কর্মকর্তা বলেন, 'আমরা তাকে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা করছি, এখন সেটা তার সিদ্ধান্ত।'

সূত্রে জানা যায়, দুটি টেস্টই খেলার চিন্তা ছিলো সাকিবের তবে ফিটনেস ইস্যুতে সেটা পেরে উঠেননি। ম্যাচ ফিটনেস পেতে শেখ জামাল ধানমন্ডির হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলছেন শীর্ষ অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে খেলেননি সাকিব। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেও দলে ছিলেন না তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটার ছিটকে যাওয়ায় বাংলাদেশ দলে তৈরি হয়েছে অভিজ্ঞতার ঘাটতি। তা পূরণে সাকিবকে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Comments

The Daily Star  | English

The night she won, and the legacy that followed

Khaleda's victory in 1991 marked her formal arrival, but the story began long years before

38m ago