এবার একটু ভালো ঘুম হবে দু প্লেসির

Faf du Plessis and Virat Kohli

একের পর এক হার। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের চাঙ্গা করার রসদও যেন মিলছিলো না। টানা হারের পর অবশেষে জয়ের দেখা পাওয়া যেন প্রচণ্ড খরতাপের পর এক পশলা বৃষ্টি। অধিনায়ক ফাফ দু প্লেসি বলছেন, রাতের ঘুমটা এবার একটু ভালো হবে।

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়েছে বেঙ্গালুরু। এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে এটি তাদের স্রেফ দ্বিতীয় জয়। হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচেই জিতেছিলো বেঙ্গালুরুর। এরপর টানা ৬ হারের পর মিলল আবার জয়ের দেখা।

ম্যাচ শেষে তাই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যেন বুকের উপর থাকা চাপ নামালেন দু প্লেসি, 'আমরা জয়ের কাছাকাছি গিয়েছি একধিকবার কিন্তু ম্যাচ জেতা দলের ভেতর বিশ্বাস এনে দেয়।'

'এটা বিশাল এক নিস্তার। আপনি যখন জিতবেন না এটা আক্রান্ত করবে, এটা মানসিক পীড়া দেবে। আত্মবিশ্বাসকে আক্রান্ত করবে। আজ আমি একটু ভালো ঘুম দেব।আপনি মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন না। পারফরম্যান্সই আপনাকে বিশ্বাস দেবে।'

স্ট্রাইকরেট কম হলেও বিরাট কোহলি রানে আছেন। তবে বেঙ্গালুরুর জন্য সবচেয়ে আশার কথা রানে ফিরেছেন রজত পাতিদার। টানা দ্বিতীয় ফিফটির দিনে বৃহস্পতিবার তিনি করেন ২০ বলে ৫০ রান। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ২০ বলে করে ৩৭ রান। দু প্লেসি মনে করছেন দলের পারফর্মার বাড়ায় ইতিবাচক ফল মিলছে, 'এখন বেশ কয়েকজন রান করছে। টুর্নামেন্টের শুরুর দিকে শুধু বিরাট (কোহলি) অবদান রাখছিলো। রজত পর পর দুই ম্যাচে রান করল, গ্রিনি (ক্যামেরন গ্রিন) রান করল। কাঁধ থেকে ভার নামিয়ে ফেলা ওর (গ্রিন) জন্য বড় ব্যাপার।'

জয়ে ফিরলেও ১০ দলের মধ্যে সবার পেছনে আছে বেঙ্গালুরু।

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

10h ago