‘জার্সিটা এখনো গায়ে লাগছে, আমি ইমপ্যাক্ট খেলোয়াড় হতে পারি’

Chirs Gayle & Virat Kohli

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রোমাঞ্চকর লড়াইয়ে গ্যালারিতে ছিলেন টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল। বেঙ্গালুরুর অনেক সাফল্যের নায়ক তিনি। খেলা ছাড়ার পরও তাই বন্ধনটা রয়ে গেছে। চেন্নাইকে ২৭ রানে হারিয়ে বেঙ্গালুরু প্লে অফে যাওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে পুরনো সতীর্থদের সঙ্গেও দেখা করেন গেইল। মজা করে ইমপ্যাক্ট বদলি হওয়ার আঙ্খাকা জানান।

শনিবার শুধু জিতলেই হতো না বেঙ্গালুরুকে। জিততে হতো কমপক্ষে ১৮ রানের ব্যবধানে। তারা সেটাই করে উঠেছে প্লে অফে। অথচ এবারের আইপিএলের শুরুর আট ম্যাচের সাতটা হেরে বিদায়ের প্রান্তে ছিল বিরাট কোহলি, ফাফ দু প্লেসির দল।

ঘুরে দাঁড়িয়ে টানা ছয় জয়ে শ্রেয়তর রানরেট রেখে উঠে যায় শেষ চারে। এমন দিনে গেইলের উৎসবটাও পেয়েছে পূর্ণতা। গেইল আসায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বেঙ্গালুরু। সেখানে গেইলকে মজা করে বলতে শোনা যায়, 'দেখে জার্সিটা গায়ে খুব সুন্দর করে লাগছে, কাজেই যদি তাদের বাড়তি কারো দরকার, আমি ইমপ্যাক্ট খেলোয়াড় হতে পারি।'

পরে সিরিয়াস হয়ে বলেন, 'ভক্তদের দেখে ভালো লাগছে, আমি আরসিবির আজীবনের ভক্ত। সব সময় পেছনে ফিরে তাকানো আনন্দদায়ক। গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পেরে ভালো লাগছে। আমার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে আসা বিশেষ কিছু। খেয়াল করলে দেখবেন উপরের ছাদের অংশে আমি কিছুটা ক্ষত তৈরি করেছি (ছক্কা মেরে বল ফেলে)। আশা করছি কেউ একজন ইউনিভার্স বসের মতন এটা করবে আবার।' '

'আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। ক্রিকেট খেলার জন্য এটা সেরা জায়গা। আবহটা অসাধারণ। ভক্তরা আমার গোটা ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

1h ago