রোহিত স্বেচ্ছায় টেস্ট থেকে অবসরে যাবেন যদি…

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অভাবনীয়ভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক ও ব্যাটার হিসেবে নিজের দায় স্বীকার করে নিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে স্বেচ্ছায় তিনি অবসরে যাবেন, মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩৭ পেরিয়ে যাওয়া রোহিত। ভারতের তারকা ওপেনার খেলে যাচ্ছেন ওয়ানডে ও টেস্ট। কিন্তু সাদা পোশাকে তার সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। সবশেষ পাঁচ টেস্টে স্রেফ ১৩.৩০ গড়ে ১৩৩ রান করেছেন তিনি।

ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও সমালোচনার মুখে পড়েছেন রোহিত। কিউইদের কাছে ধরাশায়ী হয়ে অচেনা একটি তেতো একটি স্বাদ পেয়েছে ভারত। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। অথচ এর আগে নিজেদের আঙিনায় রীতিমতো অপ্রতিরোধ্য ছিল দলটি। ঘরের মাঠে তারা শেষবার টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে নিজের স্বীকৃত চ্যানেলে শ্রীকান্ত ধারণা প্রকাশ করেছেন, অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টেস্ট ছাড়বেন রোহিত, 'আপনাকে আগে থেকেই ভেবে রাখতে হবে। আপনারা জেনে না থাকলে বলছি, যদি রোহিত ভালো না করে, আমি মনে করি, সে নিজ থেকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। সে শুধু ওয়ানডে খেলে যাবে। ইতোমধ্যে সে টি-টোয়েন্টি ক্রিকেটে ছেড়ে দিয়েছে। আমার এটাও মনে রাখতে হবে যে, তার বয়স হচ্ছে।'

নিউজিল্যান্ডের কাছে হেরে বিপাকে পড়েছে ভারত। টানা তৃতীয়বারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই জিততে হবে তাদেরকে। কিন্তু চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে রয়েছে সংশয়। ব্যক্তিগত কারণে তিনি পার্থ টেস্টের বাইরে থাকতে পারেন।

ঘরের মাঠে কিউইদের কাছে উড়ে যাওয়ার পর অবশ্য কোনো অজুহাত দেননি রোহিত। তিনি বাজে ব্যাটিং ও অধিনায়কত্বের অভিযোগ স্বীকার করেছেন অকপটে। এই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক শ্রীকান্ত, 'গোটা সিরিজে সে বাজে খেলেছে এবং বাজে অধিনায়কত্ব করেছে, এটা মেনে নেওয়ায় রোহিতকে সাধুবাদ জানাতেই হবে। এটা দারুণ ব্যাপার।'

রোহিতের অবসরে যাওয়ার শঙ্কার পাশাপাশি ছন্দে ফেরার সম্ভাবনাও দেখছেন শ্রীকান্ত। তার মতে, ভুল মেনে নেওয়া হিটম্যান খ্যাত ব্যাটারের ফিরে আসার পথের রসদ যোগাবে, 'ছন্দে ফেরার জন্য কোনো খেলোয়াড়ের এটাই প্রথম পদক্ষেপ। নিজের ভুল স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই জরুরী একটি মানবিক গুণ। সে এটা প্রকাশ্যে স্বীকার করেছে। আমার মতে, এর অর্থ হলো, সে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে।'

২০১৩ সালে টেস্টে অভিষেক হয়েছিল রোহিতের। এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৪২.২৭ গড়ে ৪২৭০ রান করেছেন তিনি। তার নামের পাশে ১২টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি রয়েছে। তবে ২০২২ সালে টেস্টের নেতৃত্ব পাওয়ার পর রোহিতের ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। আগের ৪৩ ম্যাচে তার গড় ছিল ৪৬.৮৭। কিন্তু অধিনায়ক হিসেবে ২১ ম্যাচে গড় মাত্র ৩৩.৯৭।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

1h ago