বৈরী আবহাওয়ার কারণে টাইগারদের অনুশীলন বাতিল

আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে আজ বুধবারের পূর্বনির্ধারিত অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাদের গ্রুপ 'এ' তে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত হওয়ার কথা ছিল বাংলাদেশের অনুশীলন। তবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শেষ পর্যন্ত অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় দলটি।

তবে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন যথাসময়ে করবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ (বাংলাদেশ সময় রাত ৭:৩০) এটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাওয়ালপিন্ডির পিচ এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এরই মধ্যে তাদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই আগামীকালকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Tasnim Jara leaves NCP

Earlier announced she’d contest the upcoming election as an independent candidate from Dhaka-9

1h ago