ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন যারা

আইসিসি ইভেন্টের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া আম্পায়ারদের জন্য গৌরবের বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে এই সৌভাগ্য হচ্ছে চারটি দেশের চারজন আম্পায়ারের। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।

আগামী রোববার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত। ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও পল রাইফেল। ইংল্যান্ডের ইলিংওর্থের জন্য স্মরণীয় দিন হবে এটি। কারণ, এদিন তিনি মাঠে নামবেন টানা তৃতীয় আইসিসি ইভেন্টের ফাইনাল পরিচালনা করতে। 

এর আগে বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনফিল্ডে আম্পায়ারিং করেছিলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একই ভূমিকায় তিনি উপস্থিত ছিলেন আহমেদাবাদের শিরোপা নির্ধারণী মঞ্চে।

চারবার আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ইলিংওর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের প্রথম সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে অনফিল্ডে দাঁড়িয়েছিলেন তিনি।

দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যেদিন মুখোমুখি হয়েছিল, সেদিন মাঠ থেকে ম্যাচ পরিচালনায় শামিল হয়েছিলেন রাইফেল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার এই আম্পায়ারের সঙ্গে ছিলেন কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসন। এই দুজন এবার ফাইনালেও পেয়েছেন দায়িত্ব।

থার্ড আম্পায়ারের ভূমিকায় ম্যাচ দেখবেন উইলসন। ক্যারিবিয়ান এই আম্পায়ার একই দায়িত্ব পালন করেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। আর দুবাইয়ে চতুর্থ আম্পায়ার হিসেবে হাজির হবেন শ্রীলঙ্কার ধর্মসেনা। ম্যাচ রেফারি পরিচয়ে উপস্থিত থাকবেন আরেক লঙ্কান রঞ্জন মাধুগালে।

Comments

The Daily Star  | English
NCP Jamaat alliance before Bangladesh election

‘Not an ideological alliance’

Nahid Islam says about joining Jamaat-led alliance

2h ago