সিলেট টেস্ট বাংলাদেশের নিয়ন্ত্রণেই, দাবি মিরাজের

প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে এখনও দলটি এগিয়ে আছে ২৫ রানে। কিন্তু তারপরও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ম্যাচ এখনও বাংলাদেশের নিয়ন্ত্রণেই রয়েছে!

সিলেট টেস্টের প্রথম দিনটা সম্পূর্ণই ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে দলটি করে ফেলে ৬৭ রান। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের ২৭৩ রানে অলআউট করতে সমর্থ হয় তারা। কিন্তু ততোক্ষণে লিড দাঁড়ায় ৮২ রানে।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। ফিরতে পারতেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। দুটি সহজ জীবন পেয়েছেন তিনি। ফলে এক উইকেট হারিয়ে ৫৭ রান তুলে দিন শেষ করে টাইগাররা।

এখনও বাংলাদেশের হাতে রয়েছে ৯টি উইকেট। তৃতীয় দিনে ভালো ব্যাটিং করলে বড় লক্ষ্য দেওয়া সম্ভব টাইগারদের জন্য। তার উপর টেস্টের দ্বিতীয় দিনেই কিছু টার্ন দেখা গিয়েছে উইকেটে। চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পারলে চতুর্থ দিনে কাজটা কঠিন হয়ে যেতে পারে জিম্বাবুইয়ানদের জন্য।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমি মনে করি এখনও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই আছে। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে আর আমরা এখন ২৫ রানে পিছিয়ে। এখনো আমাদের হাতে উইকেট আছে, ভালো ব্যাটসম্যানও আছে। যদি আমরা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারি, তাহলে চতুর্থ দিনে ওদের জন্য চ্যালেঞ্জিং হবে।'

এরজন্য প্রতিপক্ষকে তিন শতাধিক রানের লক্ষ্য দিতে চান তিনি, 'আমাদের আগে ঘাটতি পূরণ করতে হবে। তারপর আশা করি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে বড় রান করবে। যেহেতু এখন উইকেটটা এমন যে, যদি আমরা ঠিকঠাক ব্যাট করি ৩৫০-৪০০ রান করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। চতুর্থ ইনিংসে যদি প্রতিপক্ষকে ৩০০ রানের লক্ষ্য দেওয়া যায়, তাহলে ওদের জন্য সেটা কঠিন হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

Reform push or an ideological trade-off?

NCP's alignment with Jamaat took shape during the talks at the National Consensus Commission

9h ago