এনওসি চেয়েছেন সাকিব-মোস্তাফিজ, বিসিবির সিদ্ধান্ত কি?

Mustafizur Rahman  Shakib Al Hasan

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান ও লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে সাকিব আল হাসান বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন। ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টারকে বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মোস্তাফিজ ও সাকিব এনওসির চেয়ে আবেদন করেছেন। মোস্তাফিজ দিল্লির হয়ে ও সাকিব লাহোরের হয়ে খেলতে চান। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।'

বুধবার বিকেলে আইপিএলের দল দিল্লি বিবৃতিতে দিয়ে মোস্তাফিজকে জ্যাক ফ্রেজার ম্যাকগুর্কের বদলি হিসেবে নেওয়ার কথা জানায়। দলটি জানায় এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারকে মৌসুম হিসেবে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে। 

দিল্লির এই ঘোষণার পর তৈরি হয় বিভ্রান্তি। কারণ এই ব্যাপারে কিছুই না জানার কথা বলে বিসিবি। গতকালই সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের হয়ে সিরিজ খেলতে দলের সঙ্গে দুবাই যান মোস্তাফিজ। এতে করে তার আইপিএল খেলা অনিশ্চিত হয়ে যায়।

দিল্লির ফ্র্যাঞ্চাইজি অবশ্য জানায় তারা মোস্তাফিজকে দলে নেওয়ার পরে এনওসির অপেক্ষা করছে। দুবাই পৌঁছে অবশেষে মোস্তাফিজ অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন বিসিবির কাছে। বোর্ড সূত্রে জানা গেছে, তার আবেদন ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। তবে তাকে তিনটি লিগ ম্যাচের বদলে দুটি লিগ ম্যাচে অনাপত্তিপত্র দেয়া হবে বলে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন। 

দ্য ডেইলি স্টারকে তিনি বলেছেন, 'মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে আছে। একবার কাউকে দলে নিলে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়। আপনাকে জাতীয় দলের হয়ে খেলতে হবে।'

'দিল্লি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ১৮, ২১ ও ২৪ মে এই তিন ম্যাচের জন্য। ১৭ ও ১৯ তারিখে আমাদের দুটি ম্যাচ আছে আমিরাতের বিপক্ষে। জাতীয় দলের খেলা শেষ হলে বাকি দুই ম্যাচ খেলতে বাধা থাকবে না মোস্তাফিজের।' 

ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে গত ৯ মে স্থগিত হয়ে যায় আইপিএল। এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর ১৭ মে আবার শুরু হচ্ছে খেলা। বদলে যাওয়া সূচিতে ফাইনাল হবে ৩ জুন। খেলা শুরু হলেও নানান কারণে অনেক বিদেশি ক্রিকেটার আর ফিরছেন না, ফলে মৌসুমের বাকি অংশের জন্য বদলি নেওয়ার সুযোগ দেওয়া হয়। ফ্রেজার ম্যাকগুর্ক না ফেরায় তার জায়গায় মোস্তাফিজকে নিয়েছে তারা। শোনা যাচ্ছে মিচেল স্টার্কের ফেরা নিয়েও অনিশ্চয়তা আছে, জন্য বাংলাদেশি পেসারকে বেশি টাকা দিয়েও নিয়েছে তারা।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ক্ষমতার পালাবদলের পর দেশের বাইরে থাকা শীর্ষ অলরাউন্ডার এনওসি চেয়ে মেইল করেছেন। তার এনওসি সহজেই গৃহীত  হওয়ার কথা।

আইপিএলের মতন পিএসএলও ৯ মে থেকে বন্ধ হওয়ার পর আবার ১৭ মে ফিরছে। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের দুই তারকাকে খেলতে দেখা যাবে এই দুই ফ্র্যাঞ্চাইজি আসরের শেষ ধাপে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago