‘আমাদের আরও শিখতে হবে’, সিরিজ হেরে বললেন লিটন

Litton Das

সংযুক্ত আরব আমিরাতের মতন দলের বিপক্ষে এক ম্যাচ হেরে যাওয়াই বড়  ধাক্কা হওয়ার কথা, সেখানে বাংলাদেশ কীনা হেরে গেছে সিরিজ! আন্তর্জাতিক ক্রিকেটে নেতিবাচক দিক থেকে একের পর এক বিস্ময় উপহার দিতে থাকা বাংলাদেশ দল যেন নতুন তলানি খুঁজে নিল। আইসিসি সহযোগী সদস্য দেশের কাছে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াইও জমেনি। হারে বিধ্বস্ত নতুন স্থায়ী অধিনায়ক লিটন দাস একে বলতে চান জীবনের অংশ, অনুভব করেন আরও শেখার।

দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে যাওয়া অনেকের কাছে মনে হয়েছিলো অঘটন। বুধবার রাতে আগের হার যে অঘটন ছিলো সেটা প্রমাণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ দল। এবারও গোটা ম্যাচে দাপট দেখালো স্বাগতিক দলই। শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে উল্লাসে মাতল তারা।

সিরিজ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে লিটন প্রতিপক্ষকে দেন কৃতিত্ব, 'অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা যখন এখানে এসেছি, সবসময় জিততেই চেয়েছি। তার পরও, এটা (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষও ভালো খেলে। তাদেরকে কৃতিত্ব দিতে হয়।'

আগের ম্যাচে যেখানে বোলিং ডুবিয়েছিলো, এবার ভুগিয়েছে ব্যাটিং।  আগে ব্যাটিং পেয়ে ৮৪ রানে পড়ে যায় ৮ উইকেট। একশোর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে  টেল এন্ডারদের নিয়ে দলকে বড় রানে নিয়ে যান জাকের আলি। ১৬২ রানের পুঁজি নিয়ে যদিও লড়াই জমানো যায়নি। এজন্য আর্দ্রতার কারণ বল ভিজে যাওয়াকে কারণ হিসেবে ফের উল্লেখ করেন লিটন, 'আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। শিশিরই মূল ব্যাপার ছিল, আমার মতে।'

তিন ম্যাচেই টস ভাগ্য পক্ষে ছিলো আমিরাতের, রান তাড়ার পথেই হাঁটে তারা। প্রথম ম্যাচে অনভিজ্ঞতার কারণে পেরে না উঠলেও পরের দুই ম্যাচে দেখায় পেশাদারিত্ব। লিটনও মনে করেন এই সিরিজের বিচারে যোগ্য দল হিসেবেই জিতেছে তারা, 'তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। তবে ব্যাটিংয়ে কিছুটা শিশিরের সুবিধা পেয়েছে তারা।'

'যারা ব্যাট করেছে, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। তারা অস্থির হয়নি।'

"যেভাবে পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় ব্যাট করেছে… জাকের সত্যিই ভালো ব্যাট করেছে। দু-একজন ভালো বোলিংও করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে ম্যাচে।"

Comments

The Daily Star  | English

14 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

1h ago