দুই রেকর্ড গড়ে টেস্টের ১৩ হাজারি ক্লাবে রুট

ছবি: এএফপি

ইংল্যান্ডের প্রথম ও ইতিহাসের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন জো রুট। এই বিরল কীর্তির পথে দুটি রেকর্ডও গড়লেন ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ১৩ হাজারি ক্লাবে নাম লেখান রুট। ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার ক্রিজে যাওয়ার আগে মাইলফলক থেকে ২৮ রান দূরে ছিলেন তিনি। তা ছুঁয়ে তিনি আউট হন ৪৪ বলে তিনটি চারের সাহায্যে ৩৪ রানের ইনিংস খেলে।

১৩ হাজার রান পূর্ণ করতে রুটের লেগেছে ১৫৩ টেস্ট। সাদা পোশাকের ক্রিকেটে এত কম ম্যাচ খেলে এই মাইলফলক আগে কেউ স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এতদিন রেকর্ডের মালিক ছিলেন ১৫৯ টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করে।

সময়ের হিসাবে এই অর্জনের জন্য রুটের দরকার হয়েছে ১২ বছর ১৬০ দিন। তিনি রাহুল দ্রাবিড়কে টপকে গড়েছেন নতুন রেকর্ড। ভারতের ব্যাটার  ১৫ বছর ১৫৫ দিন নিয়েছিলেন ১৩ হাজার টেস্ট রানের মাইলফলক ছোঁয়ার জন্য।

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচে থাকা রুটের রান ১৫৩ টেস্টের ২৭৯ ইনিংসে ১৩০০৬। তার ঠিক ওপরে থাকা দ্রাবিড় ১৬৪ টেস্টের ২৮৬ ইনিংসে করেছেন ১৩২৮৮ রান। তিনে আছেন ক্যালিস ১৬৬ টেস্টের ২৮০ ইনিংসে ১৩২৮৯ রান নিয়ে।

দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। তার সংগ্রহ ১৬৮ টেস্টের ২৮৭ ইনিংসে ১৩৩৭৮ রান। বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। ২০০ টেস্টের ৩২৯ ইনিংসে ১৫৯২১ রান করেছেন তিনি।

চার দিনের ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ড শক্ত অবস্থানে আছে। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৮ রান তুলেছে তারা। সেঞ্চুরি করেছেন প্রথম তিন ব্যাটার জ্যাক ক্রলি (১২৪ রান), বেন ডাকেট (১৪০ রান) ও অলি পোপ (অপরাজিত ১৬৯ রান)।

Comments

The Daily Star  | English

Experts from four countries invited to probe into Dhaka airport fire: home adviser

Says fire that spread fast due to chemicals, garment materials was contained in time

14m ago