ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল, সহ-অধিনায়ক পান্ত

Shubman Gill

রোহিত শর্মা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর অনেকটা অনুমিতই ছিলো, অবশেষে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই জানিয়ে দিল ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন ওপেনার শুবমান গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন কিপার ব্যাটার রিশভ পান্ত।

শনিবার নতুন অধিনায়কের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে। ১৮ জনের দলে ফিরেছেন করুন নায়ার ও শার্দুল ঠাকুর। আইপিএলে রান বন্যায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তবে জায়গা পাননি পেসার মোহাম্মদ শামি।

গিল টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন ২৫ বছর ২৫৮ দিন বয়েসে। তিনি ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তারচেয়ে কমবয়েসে টেস্ট অধিনায়ক হয়েছিলেন মনসুর আলি খান পাদৌতি, শচীন টেন্ডুলকার, কপিল দেব ও রবি শাস্ত্রী।

সীমিত সংস্করণে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে গিলের। তবে লাল বলের ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অধিনায়কত্ব করেননি তিনি। রঞ্জি ট্রফিতে মাত্র পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। যদিও আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে ভারতের এই ব্যাটিং সেনসেশনকে।

আগামী ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড সফরের ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), যশভি জয়সওয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আর্শ্বদীপ সিং।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

7m ago