ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন কে?

shubman gill and jasprit bumrah

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতের টেস্ট অধিনায়কের পদ ফাঁকা। এই জায়গায় সহজ নাম হতে পারত সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ভারপ্রাপ্ত  হিসেবে যখনই দায়িত্ব পেয়েছেন নিজের নেতৃত্বের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে তিনি একটি কারণে আটকে যাচ্ছেন, ভারতীয় গণমাধ্যমগুলো বরং বলছে সম্ভাবনায় এগিয়ে ওপেনার শুবমান গিল।

আইপিএলের পর পরই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএলের মাঝেই তাই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা  হতে পারে। হেডিংলিতে ২০ জুন ভারতের হয়ে টস করার ক্ষেত্রে এগিয়ে গিল।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফরে রোহিতের অনুপস্থিতিতে শুরুর দিকে ভারতকে নেতৃত্ব দেন বুমরাহ। প্রথম টেস্টে তার অধীনে জয়ও পায় ভারত। এর আগেও ভারপ্রাপ্ত দায়িত্বে রেখেছেন নিজের সামর্থ্যের ছাপ। দলের অপরিহার্য সদস্য, নেতৃত্বে মুন্সিয়ানা আছে তবু বুমরাহকে পিছিয়ে দিচ্ছে চোট।

পেস বোলার হওয়ায় প্রায়ই চোটে থাকেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের পর লম্বা সময় চোটে থাকায় খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেও তাকে মাঝে মাঝেই বিশ্রাম নিতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই আরেকটি কারণে গিলের দিকে ঝুঁকতে পারে। গিলের বয়স সবে ২৫। তার সামনে আছে দীর্ঘ ক্যারিয়ার। ব্যাটার হওয়ায় চোটের শঙ্কাও কম। ইতোমধ্যে আইপিএলে অধিনায়কত্ব করে নিজের সামর্থ্য দেখিয়েছেন গিল।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে ভারতের ফাস্ট-বোলিং আক্রমণের অল-ফরম্যাট প্রধান বোলার হিসেবে বুমরাহর ওয়ার্কলোড নির্বাচকদের জন্য উদ্বেগের কারণ। তারা তাই  গিলকেই অধিনায়কত্বের সেরা বিকল্প ভাবছেন।

গিল কখনো টেস্ট ম্যাচ বা ওয়ানডেতে নেতৃত্ব দেননি, তবে তিনি পাঁচটি টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দিয়েছেন, সবগুলোই ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে, সেই দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বেশ কয়েকজন প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না।

গিল ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। এ পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, যেখানে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিসহ ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন। গিলের ব্যাটিং পরিসংখ্যান অবশ্য ভারতের মতন শক্তিশালী দলের বিচারে এখনো বেশ সাদামাটা।

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

52m ago