টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি, রোহিতের ঝড়ো দেড়শ
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরের বিরতির পর ফিরেই আলোড়ন সৃষ্টি করলেন বিরাট কোহলি। তার ফিরে আসা কেবল একটি ম্যাচের জন্য নয়, সাথে ভাঙলেন লিস্ট-এ ক্রিকেটের দীর্ঘদিনের রেকর্ডও। একই দিনে রোহিত শর্মার ঝড়ো ইনিংসও ছিল নজর কাড়া।
বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে টুর্নামেন্টে নামেন কোহলি। এ বছর থেকে ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। কোহলি এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন লিস্ট-এ ক্রিকেটে ১৬,০০০ রানের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। এর মাধ্যমে তিনি শচিন টেন্ডুলকারের পুরনো রেকর্ড ছাড়িয়ে যান।
বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে গিয়ে ৩৩০তম লিস্ট-এ ইনিংসে কোহলি খেলেন ১০১ বলে ১৩১ রান, যা দলকে চার উইকেটে জয় এনে দেয়। তুলনায় টেন্ডুলকারের এই মাইলফলক পূর্ণ করতে ৩৯১ ইনিংসের প্রয়োজন হয়েছিল। ভারতের মহাতারকা লিস্ট-এ ক্রিকেটে ৫৩৮ ইনিংসে ২১,৯৯৯ রান করেছেন, যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে ১৮,৪২৬ রান। কোহলি এখনও পর্যন্ত ২৯৬ ওয়ানডেতে ১৪,৫৫৭ রান করেছেন।
১৬,০০০ লিস্ট-এ রানের দ্রুততম ব্যাটসম্যানদের তালিকায় শুধুমাত্র দুই ভারতীয়, টেন্ডুলকার এবং কোহলি। তালিকায় আরও রয়েছেন গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস), গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (উভয়ই ৪৩৫ ইনিংসে)।
রোহিত শর্মা ও কোহলির মতোই দীর্ঘ বিরতির পর বিজয় হাজারেতে ফিরে এসেছেন। মুম্বাইয়ের হয়ে খেলা ৩৮ বছর ২৩৮ দিন বয়সী রোহিত ৭ বছরের বিরতির পর সেঞ্চুরি করেছেন, যা এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ বয়সের সেঞ্চুরি। মাত্র ৬২ বলে তিনি সেঞ্চুরি করেন, পরে শেষ করেন ৯৪ বলের ১৫৫ রানের ঝড়ো ইনিংসে। মুম্বাই এই ইনিংসের সুবাদে ৮ উইকেটে জয় পেয়েছে।

Comments