অস্ট্রেলিয়ার মাঠে শেষ আন্তর্জাতিক ইনিংসে রোহিতের সেঞ্চুরি, কোহলির ফিফটি

ছবি: বিসিসিআই

ভারত আগেই সিরিজ হেরে যাওয়ায় শেষ ওয়ানডেতে সব নজর ছিলো বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা এই দুই ব্যাটিং কিংবদন্তি অস্ট্রেলিয়ার মাঠে নেমেছিলেন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে। বিদায় বেলাটা স্মরণীয় হলো দুজনের। রান তাড়ায় অনবদ্য সেঞ্চুরি করলেন সাবেক অধিনায়ক রোহিত, প্রথম দুই ওয়ানডেতে খালি হাতে ফেরা কোহলি করলেন ফিফটি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে রোহিত-কোহলির ঝলকে ভারত জিতেছে ৯  উইকেটে। দুজনের  ১৬৮ রানের জুটিতে ২৩৭ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেছে তারা। ম্যাচ শেষ হয়ে গেছে ৬৯ বল আগে। এই ম্যাচ জিতলেও স্বাগতিকদের কাছে তিন ম্যাচের সিরিজ ভারত হেরেছে ২-১ ব্যবধানে। 

দলকে জিতিয়ে ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত, ৮১ বলে অপরাজিত ৭৪ রান করেন কোহলি।

রোহিত-কোহলি দুজনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তারা ওয়ানডে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এই সিরিজের আগেই ওয়ানডে নেতৃত্ব হারান রোহিত। কেউ কেউ বলছিলেন এটাই হয়ত রোহিতের শেষ সিরিজ। তবে এই ওপেনার রান করে বুঝিয়ে দিলেন এখনো কিছুটা দেয়ার আছে তার।

দ্বিতীয় ওয়ানডেতে দল হারলেও রোহিত করেন ৭৩ রান, এবার শেষ ম্যাচে ৩৩তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

কোহলি প্রথম দুই ম্যাচে নেমেই আউট হয়ে গিয়েছিলেন, তৃতীয় ম্যাচে নেমে রানের খাতা খুলে দেখালেন থিতু হলেন টানতে পারেন ইনিংস, মরচে ধরেনি তার ব্যাটেও।

এদিনও টস হেরেছিলো ভারত। ওয়ানডেতে এই নিয়ে তারা টানা ১৮টি টস হারল। তবে টস জিতলেও এবার রান তাড়ায় না গিয়ে আগে ব্যাটিং বেছে নেয় অজিরা। ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ ট্রেভিস হেডকে নিয়ে শুরুটা করেন দারুণ। তবে কেউই ইনিংস টানতে পারেননি। মার্শ ৪১ ও হেড থামেন ২৯ রান করে মাঝের ওভারে ম্যাট রেনশো করেন ৫৮ বলে ৫৬। হার্শিত রানার পেসে শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিক দল, আটকে যায় আড়াইশোর আগে। রানে ভরা উইকেটে ওই পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিতে কোন সমস্যা হয়নি রোহিত-কোহলির।

Comments

The Daily Star  | English

Challenges in Policing 1: Police stations buckling under budget strain

The government also supplies police stations with some of the items they request each month, but only a portion of the demand is met.

10h ago