আইপিএল

অবিশ্বাস্য অনুভূতিতে ভেসে শিশুর মতন ঘুমাবেন কোহলি

Virat Kohli

সাদা বলে এই একটা ট্রফি অধরা থেকে গিয়েছিলো বিরাট কোহলির, সেই ২০০৮ থেকে শুরু তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পথচলা। আইপিএলের ইতিহাসে আর কোন দলে খেলেননি তিনি, প্রতি বছরই শিরোপার জন্য ছুটেছেন। একটা পর্যায়ে গিয়ে আর পেরে উঠা হয়নি। এক, এক করে কেটে গেছে ১৭ মৌসুম। অবশেষে ১৮তম আসরে এসে ১৮ নম্বর জার্সির কোহলির স্বপ্ন পূরণ হলো। অনির্বচনীয় আনন্দে ভেসে ঘোরের মধ্যে আছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

মঙ্গলবার রাতে আহমেদাবাদে আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে শিরোপা উৎসবে মাতে আরসিবি। জয় নিশ্চিতের পর কোহলির চোখ ভেজে উঠে জলে, ম্যাচ শেষে মাটিতে মাথা নুইয়ে দেন। দীর্ঘ কয়েক বছরের না পাওয়ার হাহাকার থেকে বেরুনোর তৃপ্তিতে ভরে উঠেন তিনি।

পরে প্রতিক্রিয়া জানাতে এসে এই গ্রেট জানান, তার সমস্তটা দিয়ে আরসিবির জন্য অবদান রেখে গেছেন তিনি,  'এই জয় যতটা না দলের, তার চেয়ে বেশি সমর্থকদের জন্য। দীর্ঘ ১৮টি বছর কেটে গেছে, আমি এই দলকে আমার তারুণ্য, আমার সেরা সময় এবং আমার অভিজ্ঞতা দিয়েছি এবং প্রতি মৌসুমে আমি এই শিরোপা জেতার চেষ্টা করেছি, আমার যা কিছু ছিল সব দিয়েছি। আর অবশেষে এই মুহূর্তটা যখন এলো, এটা এক অবিশ্বাস্য অনুভূতি। আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। শেষ বলটি হওয়ার সঙ্গেই আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম এবং এটা আমার কাছে অনেক বড় কিছু। যেমনটা আমি বললাম, আমি এই দলের জন্য আমার প্রতিটি বিন্দু শক্তি দিয়েছি এবং অবশেষে আইপিএল জেতাটা এক অসাধারণ অনুভূতি।'

এই ম্যাচ উপলক্ষে আরিসিবি নিয়ে এসেছিলো তাদের পুরনো সব সেনানীদের। এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইলরা ছিলেন মাঠে। আরসিবির জয় যখন সময়ের ব্যাপার তখন বাউন্ডারি লাইনের বাইরে এসে দাঁড়ান ভিলিয়ার্স। কোহলির তাকে দেখেই উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়।

আরসিবির হয়ে সর্বোচ্চ ম্যাচ সেরার রেকর্ড গড়া ভিলিয়ার্সকে উদযাপনের সঙ্গে রাখতে চেয়েছেন কোহলি,  'এবি ডি ভিলিয়ার্স এই ফ্র্যাঞ্চাইজির জন্য যা করেছেন তা সত্যিই অসাধারণ এবং খেলার আগেও আমি তাকে বলেছিলাম যে এই জয়টা আমাদের যতটা, ততটা তোমারও। আমি চাই যে আজ রাতে আমরা যখন ট্রফি তুলব, তখন তুমি আমাদের সাথে উদযাপন করবে। কারণ আরসিবি-র জন্য সে যা করেছে তা খুবই বিশেষ। চার বছর আগে অবসর নিলেও সে এখনও সর্বোচ্চ সংখ্যক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছে, যা এই লিগে, এই দলে, একজন ব্যক্তি হিসেবে আমার উপর, আমাদের বন্ধুত্বের উপর এবং বেঙ্গালুরুর মানুষের কাছে, এই দলের কাছে এবং এই ফ্র্যাঞ্চাইজির কাছে তার প্রভাব কতটা ছিল তা বলে দেয়। তাই আমি যা বলেছি, সে আজ রাতে আমাদের সবার সাথে মঞ্চে উঠে কাপ তোলার যোগ্য।'

১৮ বছর সময়ে চাইলে অনেক দলেই বড় অঙ্কের লোভে যেতে পারতেন কোহলি। কিন্তু তিনি তার নিবেদন ধরে রাখেন আরসিবি প্রতি। ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত এই দলেই থাকতে চান তিনি্,  'আমার ক্যারিয়ারের এই ট্রফিকে আমি ঠিক কোথায় রাখব (তার ক্যারিয়ারে এই ট্রফির স্থান সম্পর্কে বলতে গিয়ে), সত্যি বলতে কী, আমি যা বলেছি, গত ১৮ বছর ধরে আমার যা কিছু ছিল সব দিয়েছি। যাই ঘটুক না কেন, আমি এই দলের প্রতি বিশ্বস্ত থেকেছি। এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আমি এই দলটির সঙ্গেই ছিলাম। আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি সবসময় তাদের সাথে জেতার স্বপ্ন দেখেছি। আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আমার আত্মা বেঙ্গালুরুর সঙ্গে এবং যেমনটা আমি বলেছি, আমি আইপিএল খেলার শেষ দিন পর্যন্ত এই দলটির হয়েই খেলব।'

অধরা স্বপ্ন পূরণের আনন্দে কোহলি জানান তিনি এবার নির্বিঘ্নে ঘুমাবেন, 'একজন ক্রীড়াবিদ হিসেবে যখন আপনি কিছুর জন্য চেষ্টা করেন, এবং এটি একটি অত্যন্ত তীব্র এবং উচ্চ মানের টুর্নামেন্ট যা আজকের দিনে বিশ্ব ক্রিকেটে অনেক মূল্যবান এবং আমি এমন একজন যে বড় টুর্নামেন্ট, বড় মুহূর্তগুলো জিততে চাই। আজ রাতে, আমি শিশুর মতো ঘুমাব। আমি খুব বেশি বছর এই খেলাটা খেলার সুযোগ পাব না। তাই, আমাদের ক্যারিয়ারের একটা শেষ আছে এবং যখন আমি বুটজোড়া তুলে রাখব, তখন আমি ঘরে বসে বলতে চাই যে আমি আমার সবটুকু দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Jet slams into school, kills 22, mostly children

The final bell had rung.Dozens of children from the primary section of Milestone School and College in Dhaka, along with their guardians and teachers, lingered inside the two-storey building -- some preparing to head home, chatting and winding down from the day.

4h ago