আম্পায়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন প্রীতি জিনতা

preity zinta

পাঞ্জাব কিংস ম্যাচটা জিতলে হয়ত ইস্যুটা আড়ালে পড়ে যেত। তবে শেষ ওভারে হেরে যাওয়ায় নিজেদের ইনিংসের আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্ত সামনে নিয়ে এলে পাঞ্জাবের সহ-মালিক বলিউড তারকা প্রীতি জিনতা। এরকম আম্পায়ারিং অগ্রহণযোগ্য বলছেন তিনি।

পাঞ্জাবের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ব্যাটার শশাঙ্ক সিংয়ের মারা শট লং অফ দিয়ে উড়ে যায়, সেখানে থাকা ফিল্ডার করুন নায়ার লাফিয়ে বল ধরতে গিয়ে সীমানার বাইরে চলে যান। বল কুড়িয়ে ফেরত দেওয়ার সময় তিনি নিজেই ইশারা করেন ছক্কার।

কিন্তু ফিল্ডারের ইশারা পাত্তা না দিয়ে মাঠের আম্পায়ার আশ্রয় নেন টিভি আম্পায়ারের। টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি সিদ্ধান্ত দেন ছক্কা হয়নি! কেবল এক রান যোগ হয় পাঞ্জাবের খাতায়।

২০৬ রান করেও ৩ বল আগে ৬ উইকেটে হেরে যাওয়ার পর এই ৫ রান না পাওয়া এসেছে বড় হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের জবাবে প্রীতি স্পষ্ট ভাষায় আম্পায়ারের সমালোচনা করেছেন,  'এরকম বড় আসরে টিভি আম্পায়ারের হাতে যখন এত প্রযুক্তি তখন এরকম ভুল অগ্রহণযোগ্য, এটা কোনভাবেই হওয়া উচিত নয়। ম্যাচ শেষে আমি করুনকেও জিজ্ঞেস করেছি, সে নিশ্চিত করেছে এটা ছয় ছিলো।'

ম্যাচ হারলেও অবশ্যই আগেই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে পাঞ্জাবের। তবে প্রথম দুই দলের ভেতর থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করতে জয়টি গুরুরত্বপূর্ণ ছিলো তাদের।

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

37m ago