আইপিএল জেতাকে ‘টেস্ট ক্রিকেটের থেকে ৫ ধাপ নিচে’ বললেন কোহলি

Virat Kohli

আইপিএলের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। অবসর নিয়ে এরপর আর কথা বলেননি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথমবার আইপিএল জিতে আসা কোহলি সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডের প্রশ্নে ফিরে গেলেন টেস্টের আলোচনায়। এই কিংবদন্তি ব্যাটার স্পষ্ট করে টেস্ট ক্রিকেটকে রাখলেন অনেক উচ্চতায়।

মনে করা হয় আধুনিক ক্রিকেটের যুগে টেস্টের বিজ্ঞাপন ছিলেন কোহলি। সাদা পোশাকে মাঠে তার উপস্থিতি তৈরি করত অন্যরকম প্রভাব। বিগত দশকে টেস্টের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের একজন মনে করা হয় তাকে। ১০ হাজার রানের হাতছানি থাকলেও ছন্দহীনতায় আর ক্যারিয়ার না টেনে বিদায় নিয়ে নেন।

আইপিএল চ্যাম্পিয়ন হয়ে আসার পর হেইডেন তার কাছে  টেস্ট থেকে অবসর নিয়ে জানতে চান। জবাবে কোহলি অভিজাত সংস্করণের মূল্য তুলে ধরেন,  'আমি এখানে দাঁড়িয়ে নিজের সম্পর্কে কথা বলতে চাই না। আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, এই জয় বেঙ্গালুরু এবং প্রতিটি খেলোয়াড়, তাদের পরিবার এবং ম্যানেজমেন্টের জন্য। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মধ্যে এই মুহূর্তটি অন্যতম, তবে এটি এখনও টেস্ট ক্রিকেটের থেকে ৫ ধাপ নিচে, আমি টেস্ট ক্রিকেটকে এতটাই ভালোবাসি এবং টেস্ট ক্রিকেটকে এতটাই মূল্য দিই। আমি কেবল তরুণদের অনুরোধ করব যারা আসছে তারা যেন এই ফরম্যাটকে শ্রদ্ধার সঙ্গে দেখে।'

'কারণ আপনি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলেন, আপনি বিশ্বের যেকোনো জায়গায় হেঁটে গেলে মানুষ আপনার চোখে চোখ রাখবে, আপনার হাত মেলাবে এবং বলবে খুব ভালো করেছেন, আপনি খেলাটা খুব ভালোভাবে খেলেছেন। তাই আপনি যদি বিশ্ব ক্রিকেটে সর্বত্র সম্মান অর্জন করতে চান, তাহলে টেস্ট ক্রিকেট গ্রহণ করুন, আপনার হৃদয় ও আত্মা এতে দিন এবং যখন আপনি অন্য পাশ থেকে বিস্ময়কর কিছু নিয়ে বেরিয়ে আসবেন, তখন আপনি আপনার মতো কিংবদন্তিদের (ম্যাথু হেইডেন) সঙ্গে ক্রিকেট বিশ্বে সম্মান অর্জন করবেন।'

৩৬ পেরিয়েছেন কোহলি। সেরা সময় ফেলে এসেছেন পেছনে। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টির পর অবসরে নিয়েছেন টেস্ট থেকে। কেবল ওয়ানডে খেলবেন তিনি। আইপিএলেও হয়ত আর বেশি দিন খেলবেন না। তবে যতদিন খেলবেন পুরোটা দিয়ে খেলতে চান তিনি। রোহিত শর্মা যেমন এবার আইপিএলে খেলছেন ইম্পেক্ট বদলি হিসেবে, মানে কেবল ব্যাট করছেন তিনি। কোহলি শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়ে মাঠে থাকাকেও সমান গুরুত্ব দেন,  'আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারি না, আমি ২০ ওভার ফিল্ডিং করতে চাই এবং মাঠে প্রভাব ফেলতে চাই। আমি সেই ধরনের খেলোয়াড় এবং আমি তাই হয়েছি। ঈশ্বর আমাকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আশীর্বাদ করেছেন এবং এই জয়ের জন্য আমি খুব কৃতজ্ঞ। অবশেষে আজ রাতে আমার কোলে এটা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ এবং আমি কেবল মাথা নিচু করে থাকি, বিনয়ী থাকি এবং যতটা সম্ভব কঠোর পরিশ্রম করি।'

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

1h ago