আরসিবির শীর্ষ কর্মকর্তাসহ ৪ জন গ্রেফতার

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল বিজয় উদযাপনের সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। এই মর্মান্তিক ঘটনার জেরে আরসিবির শীর্ষ মার্কেটিং কর্মকর্তা নিখিল সোসালে সহ মোট চারজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখিল সোসালে মুম্বাই যাওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোসালে আরসিবির যাবতীয় প্রচারমূলক কার্যক্রম, সোশ্যাল মিডিয়া এবং খেলোয়াড়দের সঙ্গে সংযোগ রক্ষা করার দায়িত্বে আছেন।

গ্রেফতার হওয়া বাকি তিনজন হলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা। এই তিনজন হলেন ডিএনএ এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, ইভেন্ট কো-অর্ডিনেটর কিরণ এবং টেকনিক্যাল প্রধান সুমন্ত।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 'অপ্রকৃত হত্যাকাণ্ড'-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রকাশিত এফআইআর অনুযায়ী, আরসিবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই উৎসবের ঘোষণা করেছিল যথাযথ প্রশাসনিক অনুমতি না নিয়েই। বিশাল সংখ্যক সমর্থকের ভিড়ের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই ঘটনার পর বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দকে সাসপেন্ড করে তার স্থলে সিনিয়র আইপিএস অফিসার সিমান্থ কুমার সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অক্ষয়ের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। আজ তাদের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) হস্তান্তর করা হতে পারে।

এদিকে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) দুই শীর্ষ কর্মকর্তা সচিব শঙ্কর ও কোষাধ্যক্ষ জয়রাম পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago