আইপিএলের আগামী আসরেও খেলবেন ৪৪ পেরুনো ধোনি!
বয়স পেরিয়ে গেছে ৪৪, আইপিএলের গত আসরে মাহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সেও দেখা গেছে ভাটার টান। তবে মানুষের ভালোবাসার টান এখনো অটুট। সেই ভরসাতেই আইপিএলের আসন্ন আসরেও খেলতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ককে। এমন খবরই দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী (সিইও) কাসি বিশ্বনাথন ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, 'ধোনি আমাদের জানিয়েছেন ২০২৬ সালের আসরেও তিনি এভেইলেবল থাকবেন। তিনি দলের পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন।'
নিজের খেলা ছাড়াও ধোনি দলের রিটেনশন ও ট্রেড সংক্রান্ত আলোচনায়ও যুক্ত আছেন বলে জানান বিশ্বনাথন। যদিও গণমাধ্যমকে এড়িয়ে চলা ধোনি নিজে এই ব্যাপারে কিছুই বলেননি।
গত বছর নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় না থাকায় ধোনিই চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন, তবে পাঁচবারের আইপিএলজয়ী দলটি খারাপ পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের একদম নিচে শেষ করে। এর আগে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে পাঁচবার আইপিএল শিরোপা জেতে।
ধোনিকে ২০২৫ সালের মেগা নিলামের আগে 'আনক্যাপড খেলোয়াড়' হিসেবে দলে ধরে রাখে সিএসকে। নতুন আইপিএল নিয়ম অনুযায়ী, যারা গত পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তারা নিলামে আনক্যাপড খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারেন।


Comments