বাংলাদেশের হতাশার দিন

টাইগার ব্যাটারদের ব্যর্থতায় কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই হার দেখছে বাংলাদেশ। এরমধ্যেই লিডের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। এখনও তাদের হাতে রয়েছে আটটি উইকেট। ব্যাটিং স্বর্গে কীভাবে ব্যাটিং করতে হয় তা চোখে আঙুল দিয়ে টাইগারদের দেখিয়ে দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৯০ রান করেছে বাংলাদেশ। তাতে ৪৩ রানে গিয়ে আছে দলটি। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ২৪৭ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশকে হতাশা উপহার দেওয়ার মূল কারিগর ছিলেন পাথুম নিসাঙ্কা। অপরাজিত ১৪৬ রানে দিন শেষ করেন এই ব্যাটার। নিসাঙ্কা শুরু থেকেই দাপট দেখান—১৮টি চারের ঝলকে তিনি তার চমৎকার ইনিংসটি গড়েন এবং দিনেশ চান্দিমালের সঙ্গে ৩১১ বল স্থায়ী ১৯৪ রানের জুটি গড়ে তোলেন। এর আগে ওপেনার লাহিরু উদারার সঙ্গে ১৪১ বলে গড়েছিলেন ৮৮ রানের জুটি।

চান্দিমাল অবশ্য অল্পের জন্য শতক মিস করেন। শেষ সেশনে যখন তার স্কোর ৯০, তখন গ্লাভসে লেগে বল উঠে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। এই উইকেটটি ছিল বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসানের প্রথম সাফল্য, একই সঙ্গে এটি ছিল লিটন দাসের ১১৪তম ডিসমিসাল। তাতে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সফল উইকেটকিপার হয়ে ওঠেন তিনি।

চান্দিমালের বিদায়ের পর প্রভাথ জয়সুরিয়া নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে এসে দিনটা শেষ করে দেন। ১৩ বল মোকাবিলা করে ৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার পাথুম নিশানকা ও লাহিদু উদারা খেলতে থাকেন অনায়াসে। দ্রুত রান আনতে থাকেন দুজন। তবে লাঞ্চ বিরতির ঠিক পর পর ৪০ রান করে লাহিরু উদারাকে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। তবে সাবলীলভাবেই খেলতে থাকেন নিসাঙ্কা।

সকালে শেষ দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ২৭ রান যোগ করে বাংলাদেশ। যার বেশিরভাগই নিয়েছেন তাইজুল ইসলাম। তবে ৮ উইকেট ২২০ রান নিয়ে শুরুর পর দিনের চতুর্থ ওভারে আসিতা ফার্নেন্দো এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইবাদত হোসেনকে। ১৩ বলে ৪ রান করে আউট হন তিনি।

সোনাল দিনুশার বলে মারতে গিয়ে তাইজুল আউট হলে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। কন্ডিশন ও পরিস্থিতি বিচারে ৬০ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস খেলেন তাইজুল।

শেষ দুই উইকেট জুটিতে ইবাদত হোসেন ও নাহিদ রানাকে নিয়ে ৩৩ রান যোগ করেন তাইজুল। শেষ তিন উইকেট জুটিতে বাংলাদেশ যোগ করতে পারে ৫০ রান।

 

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

Asset quality reviews by international auditors KPMG and Ernst & Young have revealed that six Shariah-based banks in Bangladesh are in a dire financial state, with non-performing loans (NPLs) skyrocketing four times greater than previously reported.

7h ago