দুই দফায় ঢাকায় পাকিস্তান দল

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। দুই দফায় ঢাকায় পা রেখে দলটি। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ খেলতে সকালে আসে দলটির প্রথম বহর। আর বিকেলে আসে বাকি অংশ।

পাকিস্তানের প্রথম বহরে রয়েছেন অধিনায়ক সালমান আলি আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং দলের প্রধান কোচ মাইক হেসনসহ অন্যান্য সহকারী কোচিং স্টাফরা। তারা সকাল ৮টা ৪০ মিনিটে করাচি হয়ে দুবাই ঘুরে ঢাকায় এসে পৌঁছান।

দ্বিতীয় বহরে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকীম, হুসেইন তালাত, আহমেদ ড্যানিয়েল, সালমান মির্জাসহ বাকি সহকারী স্টাফরা। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারা।

আগামী শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (২১ জুলাই) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।

এদিকে বর্তমানে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচটি আজ রাতে কলম্বোতে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে আগামীকাল ঢাকায় ফিরে আসবে দলটি।

উল্লেখ্য, এটি ২০২১ সালের পর পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর। সেবার তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। এর আগে চলতি বছরের মে-জুনে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago