আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডল-অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও পেসার তাসকিন আহমেদ। দলে ফিরেছেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মহিদুল ইসলাম ভুইঁয়া।

রোববার (২৩ নভেম্বর) ঘোষিত স্কোয়াডে তাই দেখা গেছে নতুন চেহারা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মেলবন্ধনে প্রস্তুত হয়েছে আয়ারল্যান্ড মোকাবিলার দল। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত এ স্কোয়াডে নেতৃত্ব দেবেন লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।

শামীম হোসেনের বাদ পড়া ছিল আসলে সময়ের দাবি। পুরো বছর জুড়েই টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি তিনি। ২৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ২৬১ রান; গড় ১৫.৩৫, স্ট্রাইক রেট ১২১.৩৯ -যা তার সম্ভাবনার তুলনায় অনেক কম। মাঝে মাঝে ঝলক দেখালেও ধারাবাহিকতা দেখাতে না পারায় জায়গা হারাতে হয়েছে এ বাঁহাতিকে।

অন্যদিকে তাসকিন আহমেদের অনুপস্থিতির কারণ সম্পূর্ণ ভিন্ন। চলমান আবুধাবি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তার এনওসি (অনাপত্তি পত্র) নভেম্বরজুড়ে বাড়িয়েছে বিসিবি। টুর্নামেন্ট শেষ হবে ৩০ নভেম্বর, ফলে আয়ারল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড 

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভুইঁয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago