নির্বাচন: সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের, বিসিবি ঘেরাওয়ের হুমকি ইশরাকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে ক্রীড়া উপদেষ্টাসহ সরকার হস্তক্ষেপ করছে, এমন অভিযোগ করলেন তামিম ইকবাল। কোনো ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক আচরণ করা হলে প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের মতো কর্মসূচির ঘোষণা দিলেন বিএনপি নেতা ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী ইশরাক হোসেন।
রোববার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল। দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে বিকালে রাজধানী ঢাকার একটি হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমসহ নির্বাচনে অংশ নিতে যাওয়া একটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। ব্যানারে 'আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন' লেখা ছিল।
নির্বাচন সামনে রেখে কাউন্সিলর মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়েছে, যা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরে তা দুই দফায় বাড়িয়ে নেওয়া হয়েছে আগামীকাল সোমবার পর্যন্ত।
বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন তামিম। সংবাদ সম্মেলনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি, 'আমি যদি ভুল না করি, তাহলে গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠন করার পর আমার মতে, সব কিছু নির্বাচন কমিশনের করা উচিত। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। কিন্তু সেদিন হঠাৎ করে বিসিবির পরিচালকদের হোয়্যাটআপ গ্রুপে গ্রুপে একটা বার্তা আসে, আমি জেনেই বলছি। তখন জানানো হয়, কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার তারিখ বাড়ানো হবে, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয়বার আবার বাড়িয়ে সেটা ১৯ থেকে ২২ সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার যখন সময় বৃদ্ধি করা হয়, তখন তিন-চারজন পরিচালক একমত ছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন বৃদ্ধি করা হয়, তখন বিসিবি সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) ছাড়া আর কেউ হ্যাঁ বা না কিছুই বলেননি। তিনি নিজের ইচ্ছায় সময় বাড়িয়ে দিয়েছেন।'
তিনি যোগ করেন, 'কয়েক দিন আগে ক্রীড়া উপদেষ্টার (আসিফ মাহমুদ) সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে, একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি এর চেয়ে বেশি তার কাছে কোনো কিছু দাবিও করিনি। কিন্তু তারপর থেকে যে জিনিসগুলো দেখা শুরু করেছি... জেলা ও বিভাগীয় পর্যায়ে যা হচ্ছে, এমনকি ক্লাবগুলোতে যা হচ্ছে, এটা আসলে ঠিক হচ্ছে না। আমার মনে হয়, এখানে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে উপর্যুপুরি হস্তক্ষেপ করা হচ্ছে। এজন্য সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে পড়েছে। কিছু কিছু এমন জিনিসও ঘটেছে, যেগুলো আমি প্রমাণসহ দিতে পারব না, মৌখিকভাবে সেগুলো করা হয়েছে। আবার কিছু কিছু এমন জিনিস ঘটেছে, যেগুলোর প্রমাণ রয়েছে।'
বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার আরও বলেন, 'কিছুদিন আগে সবাই দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাড-হক কমিটি থেকে সরিয়ে দেওয়া কিংবা কমিটিতে যুক্ত করা হচ্ছে। এভাবে যদি তারা নির্বাচন করতে চান, তাহলে তো এটা নির্বাচন হলো না, সিলেকশন হয়ে গেল। নির্বাচন সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত।'
ইশরাক দেন কঠোর প্রতিবাদের হুঁশিয়ারি, 'অ্যাড-হক কমিটি থেকেই (কাউন্সিলর মনোনয়ন) দিতে হবে এরকম কথা (বিসিবির) গঠনতন্ত্রের কোথাও লেখা নাই। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে, যাতে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দলের লোকজন সেখানে কর্তৃত্ব করতে পারে এবং আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না।'
সবশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। ঠিক চার বছর পর এবারের নির্বাচনটি হবে। ঢাকার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। পরিচালক কারা নির্বাচিত হয়েছেন সেই ফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৬টায়। সেদিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন। তারপর রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে জানা যাবে নতুন বিসিবি সভাপতি ও সহ-সভাপতির নাম।
ইতোমধ্যে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি বুলবুল। তামিমও নির্বাচন করবেন। সভাপতি পদে মূল লড়াইটা এই দুজনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
Comments