কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

Bangladesh cricket team

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টাইগাররা। ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।

মঙ্গলবার মুম্বাইতে এক জমকালো আয়োজনে আগামী বিশ্বকাপের গ্রুপ ও সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রতিযোগিতায় 'সি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো ইংল্যান্ড, নেপাল ও চমক জাগিয়ে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে ঠাঁই নেওয়া ইতালি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ অবশ্য আগেই একটি প্রতিবেদনে জানিয়েছিল কোন গ্রুপে কারা পড়েছে। তাদের সম্ভাব্য ধারণা পুরোপুরি মিলে গেছে।

বিশ্বকাপের দশম আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই হবে কলকাতায়। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলার পর ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে দুইবারের শিরোপাজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লিটন দাসের দল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি ভেন্যু (আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই) এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে (কলম্বোর দুটি ও ক্যান্ডি) হবে খেলা। সব মিলিয়ে ম্যাচ হবে ৫৫টি।

অংশগ্রহণকারী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। 'এ' গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গী জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। 'ডি' গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে আছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপের প্রথম দিনে হবে তিনটি খেলা। উদ্বোধনী ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। মুম্বাইতে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

ফের একই গ্রুপে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের আলোচিত দ্বৈরথটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গত ২৮ সেপ্টেম্বর দুই দলের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল শেষ হয় ট্রফি নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও উত্তেজনায়। এবারের লড়াইয়ের আগেও তাই নিশ্চিতভাবেই থাকছে রাজনৈতিক ঝাঁজ।

পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে। যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে খেলে, তাহলে ম্যাচ দুটি হবে কলম্বোয়। আরেকটি সেমিফাইনাল নিশ্চিতভাবে হবে মুম্বাইয়ে। আর পাকিস্তান যদি আগে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কলম্বোর বদলে সেমিফাইনাল কলকাতায় ও ফাইনাল আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। শেষ চারের খেলা দুটি হবে আগামী ৪ ও ৫ মার্চ। আর শিরোপা নির্ধারণী লড়াই মাঠে গড়াবে ৮ মার্চ।

Comments

The Daily Star  | English
Prof Anu Muhammad rally speech Dhaka

Government acted as an associate of the attackers: Prof Anu Muhammad

Cites inaction of law enforcement during attacks on Daily Star, Prothom Alo, Chhayanaut and Udichi

1h ago