র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

Mustafizur Rahman
ছবি: এসিসি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রান পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমন। এক ম্যাচে ফিফটি করায় উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়েরও। 

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় ১০ থেকে দুই ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে উঠেছেন মোস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে কোন উইকেট না পেলেও মাত্র ২৩ রান দিন বাঁহাতি পেসার, বাকিদের খরুচে দিনে তিনি ছিলেন আলাদা। পরের ম্যাচে অবশ্য মোস্তাফিজ নিজেও ছিলেন খরুচে। 

গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে দিতে ১১ রানে ৩ উইকেট নেন কাটার মাস্টার। এই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন ভারতে বরুণ চক্রবর্তী। পাকিস্তানের লেগ স্পিনার ত্রিদেশীয় সিরিজে আলো ছড়িয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন চারে। 

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে ৩৮তম এবং তৌহিদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম স্থানে উঠে এসেছেন। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ করার পর দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন, যিনি বোলিং এবং অলরাউন্ডার—উভয় তালিকার ওপরের দিকে উঠে এসেছেন।

টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন জানসেন। অন্যদিকে, দুই ম্যাচে ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া সতীর্থ সাইমন হারমার ১৩ ধাপ এগিয়ে একই তালিকার ১১তম স্থানে উঠে এসেছেন।

এছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ানসেন। তার সতীর্থদের মধ্যে কাইল ভেরেইন (তিন ধাপ এগিয়ে ৩৮তম), রায়ান রিকেলটন (পাঁচ ধাপ এগিয়ে ৩৯তম) এবং ট্রিস্টিয়ান স্টাবস (১৬ ধাপ এগিয়ে ৪৭তম) টেস্ট ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নেমে সেঞ্চুরি করা বিরাট কোহলি শীর্ষে উঠার পথে, মাত্র ৩২ রেটিং পয়েন্ট পেছনে আছেন তিনি। ৮২তম আন্তর্জাতিক  সেঞ্চুরি করে ৩৭ বছর বয়সী এই তারকা ওয়ানডে ব্যাটারদের এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। র‍্যাঙ্কিং প্রকাশের দিন আরেক সেঞ্চুরি করেছেন কোহলি। পরের সপ্তাহে হয়ত শীর্ষে চলে যেতে পারেন তিনি।
 

Comments

The Daily Star  | English

'If we are not safe, our enemies cannot be safe here either'

Mahfuj Alam says foreign assets manufactured consent for attacking Hadi

2h ago