বিগ ব্যাশে অভিষেকে আঁটসাঁট রিশাদ
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের আসরে অভিষেকে নজর কেড়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই লেগ স্পিনার উইকেট না পেলেও রান আটকে দেওয়ার কাজটা করেছেন দারুণভাবে।
হোবার্ট হ্যারিকেন্সের সিডনি থান্ডার্ডের বিপক্ষে আজ হোবার্টে অভিষেক হয় রিশাদের। ৩ ওভার বল করার সুযোগ পেয়ে ১৮ রান দেন রিশাদ। টস জিতে বোলিং বেছে নেওয়া হোবার্টের হয়ে পাওয়ার প্লের ভেতর এক ওভার বল করেন রিশাদ। বাকি দুই ওভার করেন পাওয়ার প্লের পর। নিজের কোটার শেষ ওভারটি আর করা হয়নি তার।
পাওয়ার প্লেতেই বল হাতে পান রিশাদ। পঞ্চম ওভারে এসে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেন বাংলাদেশের লেগ স্পিনার। ৭ম ওভারে রিশাদের কাছ থেকে ৪ রান নিতে পারেন ক্যামেরন বেনক্রফট, স্যাম কনস্টাস। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে এক বাউন্ডারি হজম করে ৭ রান দেন রিশাদ।
এদিক হোবার্টের হয়ে ৩৪ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক, ক্রস জর্ডার ৩৬ রান দিয়ে পান ২ উইকেট। রিশাদের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করেছে সিডনি থান্ডার্স। ৪৪ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন বেনক্রফট।


Comments