চূড়ান্ত হলো ২০২৮ ও ২০৩২ ইউরোর আয়োজক

ছবি: সংগৃহীত

সম্পন্ন হয়ে গেল আনুষ্ঠানিকতা। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। আর ইতালি ও তুরস্কে যৌথভাবে বসবে ২০৩২ সালের ইউরো।

মঙ্গলবার ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা চূড়ান্ত করেছে ইউরোর ১৮ ও ১৯তম আসরের স্বাগতিক।

গত সপ্তাহে ২০২৮ ইউরো আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়ায় তুরস্ক। এর আগে গত জুলাইতে ইতালির সঙ্গে মিলে যৌথভাবে ২০৩২ ইউরোর আয়োজক হওয়ার জন্য প্রস্তাব দেয় তারা। কিন্তু তখন তারা জানায়নি যে ২০২৮ সালের স্বাগতিক হওয়ার লড়াই থেকে পিছু হটবে কিনা।

তবে তুরস্কের সরে দাঁড়ানোর সঙ্গেই একরকম নিশ্চিত হয়ে যায় পরের দুই আসরের আয়োজক। দরকার ছিল কেবল উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন। সেটা মিলেছে এদিন।

আগামী ২০২৪ সালের ইউরো বসবে জার্মানিতে।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

1h ago