রেফারিকে গালিগালাজ করায় ৫ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

ছবি: এএফপি

সরাসরি লাল কার্ড দেখার পর আবেগ সামলাতে পারেননি আনহেল কোরেয়া। রেফারি গিলের্মো কুয়াদ্রা ফার্নান্দেজকে ক্রমাগত গালিগালাজ করেন অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এমন নীতিবিরুদ্ধ আচরণের দায়ে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার কোরেয়ার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, রেফারির প্রতি বারবার তিনি যে তীব্র ভাব প্রকাশ করেছেন, তা কোনোভাবেই ন্যায্য হতে পারে না।

গত রোববার রাতে স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল অ্যাতলেতিকো। ৮৮তম মিনিটে কোরেয়া যখন সরাসরি লাল কার্ড দেখেন, তখন ১-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। চার মিনিটের মধ্যে দুবার জাল কাঁপিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রতিপক্ষের এক ফুটবলারকে বিপজ্জনকভাবে ফাউল করে বসেন আর্জেন্টিনার জার্সিতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী কোরেয়া। ভিএআরের সাহায্য নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ফার্নান্দেজ। এরপর টানা তাকে গালিগালাজ করতে থাকেন কোরেয়া। সেসব তির্যক মন্তব্যগুলো ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন তিনি।

আরএফইএফ বিবৃতিতে আরও বলা হয়েছে, লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোরেয়া। ৩০ বছর বয়সী ফুটবলারকে বাকি চার ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রেফারিকে গালিগালাজ করার জন্য।

নিজের আচরণের জন্য ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন কোরেয়া, 'ওরকম একটি সংবেদনশীল মুহূর্তে ১০ জনের দলকে রেখে বেরিয়ে যেতে হওয়ায় আমি খুব রেগে যাই। আমি সবচেয়ে খারাপভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি। আশা করি, তিনি (রেফারি) আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা গ্রহণ করবেন।'

তবে কাজ হয়নি। শেষমেশ বড় শাস্তিই মিলেছে কোরেয়ার। চলতি মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ খেলেছেন তিনি। ৭ গোলের পাশাপাশি ৫ অ্যাসিস্ট করেছেন তিনি।

Comments

The Daily Star  | English
A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

Projections by the United Nations Food and Agriculture Organization (FAO) indicate that tea cultivation areas could shrink by 2050.

7h ago