হারের পর বড় অঙ্কের আর্থিক জরিমানাও গুণলেন হার্দিক

ছবি: এএফপি

গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর সাজাও পেতে হলো হার্দিক পান্ডিয়াকে। মন্থর ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে গুণতে হলো আর্থিক জরিমানা।

রোববার এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন হার্দিক। চলতি মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আগের দিন আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভারের বোলিং শুরু করতে পারেনি মুম্বাই। ফলে তাদেরকে ৩০ গজ বৃত্তের ভেতরে একজন বেশি (পাঁচজন) ফিল্ডার রাখতে হয়। শুধু তাই নয়, এবার শাস্তিও মিলল হার্দিকের। চলতি আইপিএলে এই প্রথম মন্থর ওভার রেটের কারণে কোনো অধিনায়ককে জরিমানা করা হলো।

গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে মুম্বাই। কিন্তু এই পরিবর্তন সুফল বয়ে আনেনি। ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল তারা। তাছাড়া, মোট তিনটি ম্যাচে মুম্বাইয়ের ওভার রেট ছিল মন্থর। আগের নিয়মে, এক মৌসুমে তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের ঘটনা ঘটলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক। তাই এই মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক। তবে নিষেধাজ্ঞার ওই নিয়ম এবার থেকে আর নেই।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাইয়ের শুরুটা চলতি মৌসুমেও ভালো হয়নি। দুটি ম্যাচের একটিতেও জয়ের দেখা মেলেনি তাদের। চেন্নাইয়ের পর গুজরাটের কাছে হেরেছে তারা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তোলে গুজরাট। জবাবে মাঝপথ পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষমেশ ৬ উইকেটে ১৬০ রানের বেশি করতে পারেনি মুম্বাই। তাদেরকে হার মানতে হয় ৩৬ রানে। বল হাতে চার ওভারে ২৯ রানে ২ উইকেট নেওয়া হার্দিক ব্যাট হাতে করেন হতাশ। ১৭ বলে একটি চারের সাহায্যে কেবল ১১ রানে আউট হন।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

1h ago