আইপিএল শুরু ২৬ মার্চ, ফের পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক সময়সূচি

RCB

বিগত বছরগুলোর মতো একই সময়সীমা বজায় রাখবে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পরবর্তী আসর আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই সময়সীমা ইতোমধ্যে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবহিত করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এখনও পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা না করলেও আইপিএলের ১৯তম আসর মাঠে গড়াবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। আর এবারও ১০টি দলের অংশগ্রহণে দুই মাসের বেশি সময় ধরে চলবে আইপিএল।

এর অর্থ হলো, টানা দ্বিতীয় বছরের মতো আইপিএল ও পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) সময়সূচি সাংঘর্ষিক হবে। কারণ আইপিএলের মতো পিএসএলের পরবর্তী আসরও আগামী বছরের ২৬ মার্চ শুরু হবে। পিএসএল চলবে ৩ মে পর্যন্ত। পিএসএলের সবশেষ আসর চলতি বছরের ১১ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২৫ মে। আর আইপিএলের সবশেষ আসর চলতি বছরের ২২ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আইপিএলের দলগুলো গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। দলগুলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিনি নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে খেলোয়াড় নিলামের অনুষ্ঠান। সেজন্য ভারতীয় ও বিদেশি মিলিয়ে ৩৬৯ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে বিসিসিআই।

এবারের নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় দল পাবেন। এদের সর্বোচ্চ ৩১ জন হতে পারবেন বিদেশি। কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি (ছয় বিদেশিসহ ১৩টি) জায়গা খালি আছে, সবচেয়ে কম আছে পাঞ্জাব কিংসের (দুই বিদেশিসহ চারটি)। নিলামের আগে পকেট সবচেয়ে ভারী রয়েছে কলকাতার (৬৪ কোটি ৩০ লাখ রুপি), সবচেয়ে কম খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স (২ কোটি ৭৫ লাখ রুপি)।

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাতজন— তাদের সবাই বোলার। এদের মধ্যে কেবল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তিনি আছেন নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। বাকিরা হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি স্পিনার রকিবুল হাসান, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং তিন ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

গত ৩ জুন আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ ফাইনালে জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে মাত্র ৬ রানের ব্যবধানে হারিয়ে তারা প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়।

Comments

The Daily Star  | English

Case filed against 350-400 over coordinated attack at The Daily Star office

Charges include inciting riot, looting, vandalism, and arson with intent to kill

3h ago