পাকিস্তান ছাড়লেন রিশাদ-রানা, ফিরছেন দেশে

পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন।  আজ শুক্রবার রাতেই বিমান ধরেছেন তারা। তাদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি দুই সাংবাদিক, যারা টুর্নামেন্ট কভার করতে পাকিস্তানে অবস্থান করছিলেন।

পাকিস্তানের একটি নিরাপদ অজ্ঞাত স্থান থেকে বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয় নাহিদ ও রিশাদকে, যা পাকিস্তান বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত। দ্য ডেইলি স্টার জানতে পেরেছে, সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নাহিদ, রিশাদ এবং দুই সাংবাদিক একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে ফিরে আসবেন।

এদিকে, আজ রাতে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ও সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলের ১০ম আসর। এর আগে সকালে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলও।

আজকের পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—পাকিস্তানের ভেতরের পরিস্থিতির অবনতি হওয়ায় পিএসএল স্থগিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী ২৫ মে ফয়সালাবাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চয়তার মুখে পড়েছে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago