পরের কয়েক সপ্তাহ সেরা হতে চলেছে, বলছেন বার্সা কোচ

Hansi Flick

রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে জেতার পর স্প্যানিশ লা লিগা জয়েরও কাছে বার্সেলোনা। শনিবার রাতে তলানির দল ভায়োদলিদের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পেয়ে হেনসি ফ্লিক বলছেন তারা তাকিয়ে পরের কয়েক সপ্তাহের দিকে, যেখানে তাদের অর্জনের ঝুলি হতে পারে সমৃদ্ধ।

ভায়োদলিদের মাঠে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। পরে রাফিনহা ও ফারমিন লোপেজের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ের পর লা লিগায় ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত তাদের।  রিয়াল এক ম্যাচ কম খেলে আছে ৭২ পয়েন্টে আছে দুইয়ে। 

ম্যাচ জেতার পর ফ্লিক জানালেন তারা তাকিয়ে আগামী কিছুদিনের গুরুত্বপূর্ণ কয়েক ম্যাচের দিকে। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে দলটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে। তার চারদিন পর লা লিগায় রিয়ালের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ জিতলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

অর্থাৎ বার্সেলোনার সামনে এবার ট্রেবল জেতার সুযোগ। বার্সা কোচ তাই স্বপ্ন দেখছেন সেরা কয়েকদিনের,  'এই ম্যাচের জন্য মুখিয়ে ছিলাম। সব সময়ই জেতাটা দারুণ। আমরা একই ছন্দে ছুটছি এটা গুরুত্বপূর্ণ। আগামী কয়েক সপ্তাহের দিকে তাকিয়ে আছি, আমাদের সবার জন্য যা সেরা হতে যাচ্ছে।'

এবার লা লিগায় ২০ দলের মধ্যে সবার নিচে অবস্থান ভায়োদলিদের। নিচের লিগে অবনমন হয়ে গেছে তাদের। তবু শীর্ষে থাকা বার্সেলোনাকে কঠিন সময় দিয়েছে দলটি। ফ্লিকের ধারণা নির্ভার থাকাতেই এমন কঠিন চ্যালেঞ্জ দিয়েছে ভায়োদলিদ,  'যখন আমরা ১-০ গোলে পিছিয়ে গেলাম এটা যেকোনো মাঠেই কঠিন। তাদের হারানোর কিছু ছিলো না। আমি দুঃখিত যে তারা রেলিগেটেড হয়ে গেছে, তারা অসাধারণ ভক্ত-সমৃদ্ধ এক দল।'

Comments

The Daily Star  | English
Protesting NBR officials observe work abstention

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

1h ago