বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রাফিনিয়া

তারকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন। কাতালান ক্লাবটির জার্সিতে দারুণ একটি মৌসুম কাটানোর পর বৃহস্পতিবার তিনি নতুন এই চুক্তি স্বাক্ষর করেছেন।

বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তি ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। চলমান ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ— অর্থাৎ ঘরোয়া 'ট্রেবল' জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্প্যানিশ পরাশক্তিরা তাদের অফিসিয়াল  ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, 'বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে, যা তাকে আগামী ২০২৮ সালের ৩০ জন পর্যন্ত এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখবে।'

ব্যালন দি'অর জয়ের অন্যতম দাবিদার রাফিনিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে ৫৬ ম্যাচ খেলেছেন। তিনি নিজে ৩৪ গোল করেছেন এবং আরও ২৫ গোলে সহায়তা করেছেন। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন ১৩ গোল। তিনি আছেন প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে। যদিও রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে বার্সেলোনা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২৮ বছর বয়সী রাফিনিয়া হ্যাটট্রিক করেন এবং সম্প্রতি লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোতে জোড়া গোল পান, যা বার্সাকে লা লিগা জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

গত বুধবার কোচ হান্সি ফ্লিকও নতুন চুক্তি স্বাক্ষর করেছেন বার্সার সঙ্গে। তিনি ক্যাম্প ন্যুর দলটিতে থাকবেন আগামী ২০২৭ সাল পর্যন্ত। এছাড়া, ১৭ বছর বয়সী তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালও শিগগিরই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও ইয়ামালকে নিয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগ দারুণ ছন্দে আছে। দলটি লা লিগায় এখন পর্যন্ত খেলা ৩৭ ম্যাচে ৯৯ গোল করেছে। আগামী রবিবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে গোলের 'সেঞ্চুরি' করার হাতছানি রয়েছে তাদের সামনে।

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় ৭ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে রাফিনিয়াকে দলে টেনেছিল বার্সা। গত ২০২৩-২৪ মৌসুমটি বেশ হতাশাজনক হওয়ায় এই ক্লাব ছাড়ার কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে কোচ ফ্লিক শেষমেশ তাকে থেকে যেতে রাজী করাতে সক্ষম হন।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

17m ago