শিরোপা রক্ষায় ফ্লিকের ভরসা ক্যাম্প ন্যু

আড়াই বছরের অপেক্ষার অবসান। অবশেষে আবারও আপন ঘরে ফিরছে বার্সেলোনা। পুনর্নির্মাণের পর আবার খুলে দেওয়া হয়েছে ক্যাম্প ন্যু। তবে কোচ হান্সি ফ্লিকের নজর এখন শুধু এক জায়গায়, এই ঐতিহাসিক রাতে লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইটা নতুন উদ্যমে শুরু করা।

রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে মৌসুমের শুরুটা বার্সার জন্য হয়েছে বেশ অনিয়মিত। গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের যে দাপুটে ছাপ ছিল, এই মৌসুমে তার ছিটেফোঁটাও নেই। তিনটি আন্তর্জাতিক বিরতির পর এবার হাত-পা গুটিয়ে সমস্যাগুলো সমাধানের সুযোগ পাচ্ছেন ফ্লিক।

দলে সবচেয়ে বড় দুশ্চিন্তা রক্ষণভাগ। প্রথম ৯ ম্যাচে ১৫টি গোল খেয়েছে কাতালানরা, তাদের নিচে থাকা ১০ দলের মধ্যে ৯ দলের চেয়েও বেশি। আক্রমণভাগেও নেই আগের মতো ধার। তাই ঘরের মাঠে ফেরা তাদের জন্য বড় মানসিক জোর।

২০২৩ সালের মে মাসের পর ক্যাম্প ন্যুতে আর মাঠে নামেনি বার্সা। নির্মাণকাজ, সমস্যা আর বারবার বিলম্বে পুনরায় উদ্বোধন পিছিয়েছে প্রায় এক বছর। শেষ পর্যন্ত অলিম্পিক স্টেডিয়ামে নির্বাসন জীবন কাটিয়ে এবার আবার ফিরে আসছে তারা।

ফ্লিক বলেন, 'এখানে খেলা অবশ্যই আমাদের সাহায্য করবে। ক্লাবের ভবিষ্যতের জন্য এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। যারা এই প্রকল্পে কাজ করেছেন সবাইকে অভিনন্দন।'

শেষ ম্যাচে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে বার্সা। প্রথমার্ধ ছিল বিক্ষিপ্ত, কিন্তু দ্বিতীয়ার্ধের নিয়ন্ত্রিত ফুটবল কোচকে নতুন আশার আলো দেখাচ্ছে। 'দ্বিতীয়ার্ধ আমাদের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস দিয়েছে,' বলেন ফ্লিক।

রক্ষণ ঠিকঠাক করতে হাই-লাইন ডিফেন্সের নিখুঁত প্রয়োগ জরুরি, যা তারা গত মৌসুমে ধারাবাহিকভাবে করতে পেরেছিল। সমালোচনার জবাবে ফ্লিক শুধু বলেছেন, 'এ বিষয়ে অনেক কথা হয়, কিন্তু আমি তা নিয়ে বাড়তি প্রতিক্রিয়া দেখাতে চাই না।'

গোলরক্ষক হুয়ান গার্সিয়ার চোটে টানা নয় ম্যাচ ক্লিনশিটবিহীন বার্সা এবার তাকে ফিরে পাচ্ছে, এটিও বড় আশার জায়গা। আর সেল্টার বিপক্ষে হ্যাটট্রিক করা রবার্ট লেভানদোভস্কি আবারও পুরো ফিট। তার উপস্থিতি আক্রমণে ধার বাড়ানোর পাশাপাশি উইঙ্গারদের সঙ্গে সমন্বয়েও বড় ভূমিকা রাখে। তার জায়গায় খেলতে থাকা ফেরান তোরেস এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।

এদিকে লামিনে ইয়ামাল চোটের কারণে সন্দেহে থাকলেও রাফিনিয়া প্রায় ফিরে এসেছেন। মার্কাস র‌্যাশফোর্ড ধারাবাহিকভাবে ভালো খেললেও ব্রাজিলিয়ান উইঙ্গারের দৌড়ঝাঁপ ও তীব্রতা গত কয়েক ম্যাচে ভীষণভাবে মিস করেছে দল।

তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ফ্লিককে নামতে হবে ফ্র্যাঙ্কি ডি ইয়ং (নিষিদ্ধ) ও ইনজুরিতে থাকা পেদ্রিকে ছাড়াই। ফলে মার্ক কাসাদো ও দানি ওলমোকে নিয়ে নতুন সমাধান খুঁজতে হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago