বার্সেলোনার রক্ষণের নজরে তিন আর্জেন্টাইন তারকা

হান্সি ফ্লিকের বার্সেলোনা শিবিরে এখন রক্ষণভাগের সংকট। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন দলের বাইরে, আর মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন রোনালদ আরাউহো। রক্ষণের এই শূন্যতা পূরণে শীতকালীন দলবদলের বাজারে জোরেশোরেই নেমেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল ডিফেন্স শক্তিশালী করতে বার্সেলোনার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তিন আর্জেন্টাইন ডিফেন্ডারের নাম, যাদের দুজনই বিশ্বকাপজয়ী।

তালিকায় অন্যতম বড় নাম অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি। ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও মাঠে তার নেতৃত্বগুণ এখনও প্রশ্নাতীত। বর্তমানে হোসে মরিনহোর বেনফিকার অপরিহার্য সদস্য ও অধিনায়ক তিনি। বেনফিকার সাথে তার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। অভিজ্ঞতার বিচারে আপৎকালীন সমাধান হিসেবে তিনি বার্সার নজরে আছেন।

তালিকায় এরপরই আছেন ২৮ বছর বয়সী মার্কোস সেনেসি। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে দারুণ ফর্মে আছেন তিনি, খেলেছেন ১৭০টিরও বেশি ম্যাচ। আন্দোনি ইরাওলার অধীনে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিরও। আগামী জুনে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে সেনেসিকে পাওয়া বার্সার জন্য সহজ হবে না, কারণ দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদও তার প্রতি আগ্রহী, যা দলবদলের বাজারে তার দাম বাড়িয়ে দিতে পারে।

তৃতীয় আর্জেন্টাইন হিসেবে তালিকায় আছেন হুয়ান ফয়েথ। ভিয়ারিয়ালের হয়ে ১৪৯ ম্যাচ খেলা এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের সবচেয়ে বড় গুণ তার বহুমুখিতা। রাইট-ব্যাক এবং সেন্টার-ব্যাক উভয় পজিশনেই তিনি সমান দক্ষ। পাশাপাশি পেছন থেকে বল পায়ে খেলা গড়ার (বল প্লেয়িং) সক্ষমতা থাকায় তিনি বার্সেলোনার কৌশলের সঙ্গে দারুণভাবে মানানসই।

মুন্দো তাদের সংবাদে আরও জানিয়েছে, আর্জেন্টাইন এই ত্রয়ী ছাড়াও বার্সেলোনার রাডারে রয়েছেন ইন্টার মিলানের স্টেফান ডি ভ্রিজ, ইউনিয়ন বার্লিনের দিওগো লেইতে, রিয়াল বেটিসের দিয়েগো লরেন্তে এবং রায়ো ভায়োকানোর লুইজ ফেলিপে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago