৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

ছবি: এএফপি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার খেলতে নামার উপলক্ষটি দারুণভাবে রাঙাল স্প্যানিশ ক্লাবটি। গোল উৎসব করে অ্যাথলেতিক বিলবাওকে উড়িয়ে দিল হান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছে কাতালানরা। জোড়া লক্ষ্যভেদ করেন ফেরান তরেস। একবার করে জাল খুঁজে নেন রবার্ত লেভানদোভস্কি ও ফারমিন লোপেজ। ক্যাম্প ন্যুতে বার্সা এর আগে শেষবার খেলেছিল ২০২৩ সালের ২৮ মে। সেদিন মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

এই জয়ে চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে তাদের অর্জন ৩১ পয়েন্ট। গোল পার্থক্যে দুইয়ে নেমে গেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তারাও পেয়েছে সমান ৩১ পয়েন্ট।

৬৮ শতাংশ সময় বল রাখা বার্সেলোনা গোলমুখে ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি। বিপরীতে, বিলবাওয়ের নেওয়া ১৩টি শটের দুটি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদেরকে। ফারমিনকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে ওইহান সানচেতকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ক্যাম্প ন্যুর সংস্কার কাজ এখনও চলতে থাকায় পুরো গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল না। শেষ হলে ঐতিহাসিক স্টেডিয়ামটির ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫ হাজার। ইএসপিএন জানিয়েছে, আপাতত ৪৫ হাজার ৪০১ জন দর্শক মাঠে ঢোকার সুযোগ পাবেন।

দফায় দফায় সময় পেছানোর পর অবশেষে ফেরার ম্যাচে এগিয়ে যেতে মাত্র চার মিনিট লাগে বার্সেলোনার। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতায় বল পেয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে জাল কাঁপান পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। ২৪তম মিনিটে ফেরান জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে টেকেনি সেই গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের চমৎকার পাস ধরে উনাই সিমোনকে পরাস্ত করেন ফেরান। বিলবাওয়ের গোলরক্ষকের হাতে লেগে বল গড়িয়ে গড়িয়ে গোললাইন অতিক্রম করে।

বিরতি থেকে ফেরার পর তৃতীয় মিনিটে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলে বার্সা। এরিক গার্সিয়ার পাস সফরকারীদের একজনের পায়ে লেগে ডি-বক্সে পান ফারমিন। তিনি জোরাল শটে নিশানা ভেদ করতে ভুল করেননি। তাকেই ফাউল করায় ছয় মিনিট পর লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় সানচেতকে।

৭৯তম মিনিটে দানিয়েল ভিভিয়ানের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করে জাল অক্ষত রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। দুই মিনিট পর দানি ওলমোর বদলি হিসেবে নামেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। চোটের কারণে এই দুজন— গার্সিয়া ও রাফিনিয়া গত সেপ্টেম্বরের শেষদিকে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন স্প্যানিশ স্ট্রাইকার ফেরান। মাঝমাঠ থেকে ইয়ামালের আরেকটি দুর্দান্ত পাস ধরে ডি-বক্সে ঢুকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও পরে ভিএআরের কারণে পাল্টে যায় ওই সিদ্ধান্ত।

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago