অনিশ্চিত ভবিষ্যৎ ছাপিয়ে লেভানদোভস্কির ভাবনায় শুধুই সাফল্যের লক্ষ্য
রবার্ত লেভানদোভস্কি ও বার্সেলোনার মধ্যকার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার এখনই ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মাথা ঘামাতে নারাজ। আপাতত তার পুরো মনোযোগ বর্তমান ২০২৫-২৬ মৌসুমের লক্ষ্য পূরণে।
পোল্যান্ডে বড় দিনের ছুটি কাটাতে গিয়ে সাংবাদিক বোগদান রিমানোফস্কিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় আসা এই তারকার ভাবনায় এখন কাতালান ক্লাবটির হয়ে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং জাতীয় দল পোল্যান্ডকে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে দেওয়া।
বার্সেলোনার সঙ্গে লেভানদোভস্কির বর্তমান চুক্তির মেয়াদ আছে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। ক্লাব বা খেলোয়াড়— কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, 'এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় হাতে আছে। আমি কোনো চাপ অনুভব করছি না এবং কোন পথ বেছে নেওয়া উচিত তা আমি জানি না।'
গুঞ্জন চলছে বার্সেলোনায় থাকার জন্য বেতন কমানো বা অন্য ক্লাবের প্রস্তাবে সাড়া দেওয়ার। তবে লেভানদোভস্কি স্পষ্ট করেছেন, সিদ্ধান্তটি হবে দ্বিপাক্ষিক এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে, 'অন্য ক্লাবের সম্ভাব্য আগ্রহ নিয়ে আমি কোচের (হান্সি ফ্লিক) সঙ্গে কোনো কথা বলি না। এটা আমার বেতন অর্ধেক করার ব্যাপারও নয়। সিদ্ধান্তটি নির্ভর করবে দল কী চায় এবং আমি কোনটা সেরা মনে করি তার ওপর।'
২০২২ সালে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার পর ইতোমধ্যে দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন লেভানদোভস্কি। এই অভিজ্ঞ স্ট্রাইকার এবার সব বড় শিরোপায় চোখ রাখছেন। ভবিষ্যতের খাতায় যা-ই লেখা থাকুক না কেন, তার লক্ষ্য বড় ও নির্দিষ্ট, 'আমি সব কিছুই চাই: বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি জানি, ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি। তবে এখনও আমার আকাঙ্ক্ষা উঁচুতে।'
বার্সার হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫ ম্যাচে লেভানদোভস্কির গোল ১০৯টি। চলতি মৌসুমে লা লিগায় ১৩ ম্যাচে আট গোল করলেও চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে জালের দেখা পাননি পোল্যান্ডের ইতিহাসের এই সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা।


Comments