ফারমিনের হ্যাটট্রিকে গোল উৎসব করে জিতল বার্সেলোনা

ছবি: বার্সেলোনা

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া অলিম্পিয়াকোস দ্বিতিয়ার্ধের শুরুতে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাদের ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ পুরোপুরি লুফে নিল বার্সেলোনা। ফারমিন লোপেজের হ্যাটট্রিক, মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোল ও লামিন ইয়ামালের লক্ষ্যভেদে গোল উৎসব করে জিতল হান্সি ফ্লিকের শিষ্যরা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে গ্রিক প্রতিপক্ষকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা। ৫৭তম মিনিটে সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর তেতে ওঠে স্প্যানিশ পরাশক্তিরা। ৬৮তম থেকে ৭৯তম— এই ১১ মিনিটের মধ্যে চারবার জাল কাঁপায় দলটি।

একই মাঠে শিরোপাধারী পিএসজির কাছে আগের ম্যাচে হারার পর দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে জয়ে ফিরল বার্সেলোনা। তিন ম্যাচে দুই জয়ে তাদের অর্জন ৬ পয়েন্ট।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে দাপট দেখানো স্বাগতিকরা সপ্তম মিনিটেই লিড পেয়ে যায়। ডি-বক্সে ঢুকে ইয়ামাল অলিম্পিয়াকোসের গোলরক্ষককে এড়াতে না পারলেও বল চলে যায় স্প্যানিশ মিডফিল্ডার ফারমিনের পায়ে। বাঁ পায়ের শটে নিশানা ভেদ করেন তিনি। ৩৯তম মিনিটে তার লক্ষ্যভেদেই ব্যবধান দ্বিগুণ করে চালকের আসনে বসে পড়ে বার্সেলোনা। ১৭ বছর বয়সী স্বদেশি মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজের পাস পেয়ে একজনকে কাটিয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর সফরকারীরা স্কোরলাইন ২-১ করে লড়াইয়ে ফেরায় রোমাঞ্চ। তাদের গোলটি ছিল ঘটনাবহুল। ৫০তম মিনিটে আইয়ুব এল কাবি বল জালে পাঠালেও রেফারি গোল না দিয়ে ভিএআরের সাহায্য নিয়ে বাজান পেনাল্টির বাঁশি। কারণ, ঠিক আগে ডি-বক্সের ভেতরে বল লেগেছিল বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে। তাছাড়া, ওই হ্যান্ডবলের পর এল কাবিকে পাস দেওয়া দানিয়েল পোদেন্স ছিলেন অফসাইডে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর ৫৪তম মিনিটে নেওয়া স্পট-কিক থেকে ব্যবধান কমান এল কাবিই।

তিন মিনিট পর মার্ক কাসাদোকে ফাউল করে হেজে লাল কার্ড দেখলে ম্যাচের মোড় একদম ঘুরে যায়। একজন বেশি নিয়ে খেলা বার্সা স্রেফ নাচিয়ে ছাড়ে অলিম্পিয়াকোসকে। একের পর এক গোল করে ভক্তদের সুতীব্র উল্লাসে মাতায় দলটি।

৬৮তম মিনিটে গোলরক্ষক কন্সতান্তিনোস জোলাকিস ডি-বক্সে র‍্যাশফোর্ডকে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সফল স্পট-কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এরপর ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ড দারুণ দুটি শটে গোলের দেখা পান ৭৪তম ও ৭৯তম মিনিটে। প্রথমটিতে বলের যোগানদাতা আলেহান্দ্রো বালদে, পরেরটিতে পেদ্রি।

মাঝে ৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২২ বছর বয়সী ফারমিন। আগের মিনিটেই ইয়ামালের বদলি হিসেবে মাঠে নামা ১৯ বছর বয়সী সুইডিশ উইঙ্গার রনি বার্দজি কাটব্যাক করেন ডি-বক্সে। জোরাল হাফ ভলিতে গোল করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নেন ফারমিন।

চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় যাওয়ার আগে এমন ফল নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে বার্সাকে। আগামী শনিবার মৌসুমের প্রথম ক্লাসিকোতে লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে। নয় ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই আছে বর্তমান চ্যাম্পিয়ন কাতালানরা।

Comments

The Daily Star  | English

BNP to finalise 200 candidates by this month

Around 100 remained "problematic" due to internal rivalries and multiple nomination seekers

9h ago