ভ্যালেন্সিয়ার বিপক্ষে নেই ইয়ামাল, অনিশ্চিত নিউক্যাসল ম্যাচেও

ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটের কারণে খেলতে পারবেন না তরুণ তারকা লামিনে ইয়ামাল। এমনকি নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা।

দলীয় অনুশীলনে সতীর্থদের সঙ্গে নামেননি ইয়ামাল। পিউবিক বোনে অস্বস্তি অনুভব করায় শেষ সেশনে অংশ নিতে পারেননি এই উইঙ্গার। নির্দিষ্ট চিকিৎসা নেওয়ার জন্য পুরো সময় কাটিয়েছেন জিমে। ফলে তার মাঠে নামা এখন বড় প্রশ্নের মুখে।

জাতীয় দলের বিরতিতে ইয়ামালের শরীরে জমেছে অতিরিক্ত চাপ। স্পেনের হয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ব্যথা নিয়েই খেলেছেন যথাক্রমে ৭৯ ও ৭৩ মিনিট। সেই ঝুঁকি নিয়েই মাঠে নামার কারণে এবার সমস্যাটা প্রকট আকারে ধরা দিয়েছে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

'সে খেলতে পারবে না। এটা দুঃখজনক। সে জাতীয় দলের হয়ে ব্যথা নিয়েই খেলেছে। তার সমস্যা ছিল, সে ৭৯ এবং ৭৩ মিনিট খেলেছে। খেলাগুলোর মাঝখানে সমস্যার কারণে সে অনুশীলনও করেনি। স্পেনের জাতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, তবে আমাদের খেলোয়াড়দের নিয়েই উদ্বিগ্ন হওয়া উচিত। তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই। বিষয়টি আমাকে সত্যিই চিন্তায় ফেলছে,' বলেন ফ্লিক।

তবে কাতালান ক্লাবের মিডিয়া অফিসার গ্যাব্রিয়েল মার্টিনেজ অবশ্য ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেছেন, 'এটা বড় কোনো ইনজুরি নয়, কেবল সামান্য অস্বস্তি। তবে ইয়ামাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না, আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।'

শুধু ইয়ামাল নন, বার্সার অনুশীলনে ছিলেন না গাভিও, যিনি ডান হাঁটুর সমস্যার জন্য এখনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নিচ্ছেন। একইসঙ্গে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন আলেহান্দ্রো বালদে।

একই সময়ে ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডী ইয়ং দলে ফিরলেও তাকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। কারণ নেদারল্যান্ডসের হয়ে খেলার সময় তার ডান পায়ের এক্সটারনাল অবটুরেটর মাংসপেশিতে চোট লাগে। ফ্লিক চান, তাকে পুরোপুরি ফিট করে ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগের নিউক্যাসল ম্যাচে নামাতে।

এই ইনজুরি সংকটের ভিড়ে কিছু নতুন মুখ দেখা গেছে অনুশীলনে। প্রথম দলের সঙ্গে যোগ দিয়েছেন জোফ্রে টরেন্টস ও রিজার্ভ গোলকিপার এমিলিও বার্নাদ, কারণ দিয়েগো কোচেনকে এদিন আন্দ্রাটক্স ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago