উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজির কাছে ফের হারল বার্সা, এবার শেষ মুহূর্তের গোলে

ছবি: এএফপি

ঘরের মাঠে পিএসজির সঙ্গে আগের দুই দেখায় বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। দুবারই তারা হেরেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। এবার আশা জাগালেও নিজেদের আঙিনায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানল পিএসজি। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাল কাঁপিয়ে কাতালানদের হতাশায় ডোবাল তারা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে অস্থায়ী ডেরা লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে শিরোপাধারীদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। ফেরান তরেস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর সেনি মায়ুলু সমতা ফেরান লড়াইয়ে। আর ৯০তম মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ হারল বার্সা। শেষবার তারা জিতেছিল আট বছর আগে, ২০১৭ সালের মার্চ মাসে। স্থায়ী ঠিকানা ক্যাম্প ন্যুতে (সংস্কার কাজ চলায় বর্তমানে বন্ধ) সেই ঐতিহাসিক ম্যাচে ৬-১ গোলে প্যারিসিয়ানদের উড়িয়ে দিয়েছিল দলটি।

চোটের কারণে এদিন তারকা খেলোয়াড়দের অনেককে পায়নি দুই ক্লাবই। বার্সেলোনার হয়ে খেলতে পারেননি হোয়ান গার্সিয়া, গাভি, ফারমিন লোপেজ ও রাফিনিয়া। তবে পিএসজির শক্তিক্ষয় হয়েছিল তুলনামূলক বেশি। ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলের পাশাপাশি অনুপস্থিত ছিলেন দিজিরে দুয়ে, কাভিচা কাভারাৎস্খেলিয়া ও মার্কিনিয়োস। তবুও পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কোচ লুইস এনরিকের দল।

বল দখলের পাশাপাশি সুযোগ তৈরিতে এগিয়ে ছিল পিএসজি। তারা ৫৩ শতাংশ সময় বল পায়ে রেখে গোলমুখে ১৫টি শট নিয়ে সাতটি রাখে লক্ষ্যে। বিপরীতে, হান্সি ফ্লিকের শিষ্যদের গোলপোস্টে নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল তিনটি।

কিছুটা ধীরগতিতে শুরু হওয়া ম্যাচে ১৯তম মিনিটে লিড পেয়ে যায় বার্সা। ভিতিনিয়ার ভুলের সুযোগে বল পেয়ে আক্রমণে ওঠার পর মার্কাস র‍্যাশফোর্ডে দারুণ ক্রস করেন ডি-বক্সে। স্লাইড করে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফেরান।

শুরুর দিকে স্বাগতিকদের দাপট থাকলেও পিএসজি আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নিতে থাকে। সেটার সুফল আসে ৩৮তম মিনিটে। নুনো মেন্দেসের নিঁখুত পাসে ডি-বক্সের ভেতর থেকে গোল করেন মায়ুলু।

দ্বিতীয়ার্ধে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আধিপত্য বাড়তে থাকে সফরকারীদের। ৮৪তম মিনিটে লি ক্যাং-ইনের বাঁকানো শট দূরের পোস্টে বাধা পায়। এই আক্ষেপ যদিও বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি পিএসজিকে। ডি-বক্সে আশরাফ হাকিমির ক্রসে শেষ সময়ে ব্যবধান গড়ে দেন ফাঁকায় থাকা রামোস।

এই জয়ে ৩৬ দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে পিএসজি। তাদের মতো আরও পাঁচটি দল নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে ৬ পয়েন্ট পেয়েছে। গোল পার্থক‍্যে তাদের (+৫) চেয়ে এগিয়ে রয়েছে শুধু রিয়াল মাদ্রিদ (+৬) ও বায়ার্ন মিউনিখ (+৬)।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলমান ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার এটি প্রথম হার। এতে ১৬ নম্বরে নেমে গেছে তারা। তাদের পাশাপাশি আরও ১২টি দলের নামের পাশে অর্জন ৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

CA pays homage to Liberation War martyrs on Victory Day

The nation is celebrating the Victory Day with elaborate programmes paying homage to the martyrs who made supreme sacrifice in 1971

47m ago