মাঠে ফিরে উজ্জ্বল ইয়ামাল, শীর্ষে উঠল বার্সেলোনা

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কাঙ্ক্ষিত জয় পেল বার্সেলোনা। লা লিগার এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরলেন দলটির তারকা উইঙ্গার লামিন ইয়ামাল।

বার্সার জার্সিতে ফিরেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ ইয়ামাল। দ্বিতীয়ার্ধে বদলি নামার পর তার অ্যাসিস্ট থেকে রবার্ত লেভানদোভস্কির গোলেই রোববার রাতে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দল স্পেনের হয়ে খেলার সময় কুঁচকির চোটে পড়েন ইয়ামাল। সেরে উঠে তার প্রত্যাবর্তন কোচ হান্সি ফ্লিকের দলের জন্য দারুণ ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।

২৪ ঘণ্টা আগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে বিধ্বস্ত হলে তৈরি হওয়া সুযোগ পুরোপুরি লুফে নিয়েছে বার্সা। সোসিয়েদাদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আসরে অপরাজিত থাকা বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল।

পিছিয়ে পরার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরতে হয় বার্সেলোনাকে। ৩১তম মিনিটে জুল কুন্দে বল হারালে আন্দের বারেনেচিয়ার ক্রসে আলভারো ওদ্রিওজোলা গোল করে সোসিয়েসাদকে পাইয়ে দেন লিড।

বিরতির কিছুক্ষণ আগে নিজের আগের ভুল শুধরে নেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। ৪৩তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের কর্নার থেকে জোরাল হেডে জাল খুঁজে পান তিনি।

প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইয়ামালকে বদলি হিসেবে মাঠে নামান জার্মান কোচ ফ্লিক। এক মিনিটের মধ্যে দুর্দান্ত অ্যাসিস্ট করে লেভানদোভস্কিকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি।

ব্যালন ডি'অর ভোটিংয়ে গত সপ্তাহে দ্বিতীয় হওয়া ইয়ামাল পায়ের কারুকাজে ডি-বক্সে ঢুকে নিখুঁতভাবে ক্রস করেন। কাছ থেকে বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন বার্সাকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি।

ম্যাচের শেষদিকে দুবার কাঁপে ক্রসবার। ৮৪তম মিনিটে সফরকারীদের তাকেফুসা কুবো অল্পের জন্য সমতা টানতে পারেননি। অল্প সময়ের ব্যবধানে লেভানদোভস্কির শটও গোলপোস্টে লেগে ফিরে আসে।

Comments

The Daily Star  | English

All primary students receive textbooks on first day of new year: adviser

30% of secondary level textbooks have yet to reach schools, sources at NCTB say

48m ago